সংক্ষিপ্ত

ফের বয়স্ক ব্যক্তির লালসার শিকার নাবালিকা। স্কুলের মধ্যেই এবার নাবালিকা পড়ুয়াকে নির্যাতনের অভিযোগ উঠল খোদ বিদ্যালয়ে কাজ করতে আসা রাজমিস্ত্রির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (West Bengal News) শ্যামপুকুর থানার একটি স্কুলে। পুলিশ ও পড়ুয়াদের অভিভ

কলকাতা: ফের বয়স্ক ব্যক্তির লালসার শিকার নাবালিকা। স্কুলের মধ্যেই এবার নাবালিকা পড়ুয়াকে নির্যাতনের অভিযোগ উঠল খোদ বিদ্যালয়ে কাজ করতে আসা রাজমিস্ত্রির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (West Bengal News) শ্যামপুকুর থানার একটি স্কুলে।

পুলিশ ও পড়ুয়াদের অভিভাবক সূত্রে খবর, উত্তর কলকাতার শ্যামপুকুর থানার ডাফ স্কুলে শ্লীলতাহানির অভিযোগ। স্কুলের রাজমিস্ত্রিদের বিরুদ্ধে অভিযোগ অভিভাবকদের একাংশের। অভিভাবকদের দাবি গত কিছুদিন ধরে স্কুলে রাজমিস্ত্রিরা কাজ করছে এবং তাদের সন্তানদের ওপর অভব্য আচরণ করে, গায়ে হাত দেয়। বিক্ষোভকারী অভিভাবকরা শ্যামপুকুর থানার সামনে ভিড় জমায় এবং পুলিশের উপর হামলা করে। অভিযুক্ত রাজমিস্ত্রিদের আটক করা হয়েছে এবং পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে (Crime News)।

আরও জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে স্কুলে সংস্কারের কাজ চলছে। আর সেই কাজের সুযোগ নিয়ে বিদ্যালয়েরই এক নাবালিকা পড়ুয়াকে খাবারের লোভ দেখিয়ে যৌন নির্যাতন করেন এক রাজমিস্ত্রি। ঘটনায় অভিভাবকদের লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত রাজমিস্ত্রিকে গ্রেফতার করে পুলিশ। এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে শ্যামপুকুর থানার পুলিশ ওই রাজমিস্ত্রিকে গ্রেফতার করেছে।

পুলিশ ও অভিভাবক সূত্রে আরও জানা গিয়েছে, এক রাজমিস্ত্রি কাজ করার সময় করার সময় ওই নাবালিকাকে প্রথমে লজেন্সের লোভ দেখায়। মেয়েটি তা খেতে রাজি না হওয়ার এরপর চকলেটের লোভ দেখান তিনি (Today Kolkata News)। তাতেও মেয়েটি চকলেট খেতে রাজি না হওয়ায় স্কুলের বাথরুমে নিয়ে গিয়ে তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ (Kolkata School News।

অন্যদিকে, পুলিশ (Kolkata Police) জানিয়েছে, অভিযুক্ত রাজমিস্ত্রি কেন এমন কাজ করল তা জানতে ধৃতকে হেফাজতে নিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে তাকে জেরা করা হচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে শ্যামপুকুর থানার পুলিশ। এদিকে স্কুলের মধ্যে এক নাবালিকার যৌন নির্যাতনের মতন ভয়ঙ্কর ঘটনার খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওই স্কুলের অন্যান্য অভিভাবকরা। বৃহস্পতিবার রাত পর্যন্ত তারা স্কুল চত্বরে বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।