'মোদীজি, দয়া করে আমাদের সাহায্য করুন', কাঁতর নিবেদন রাশিয়ায় আটকে পড়া নেপালিদের
মারাত্মক পরিস্থিতির কবলে পড়ে এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্যের জন্য হাত পেতেছেন নেপাল থেকে যাওয়া কর্মীরা।
রাশিয়ায় কাজ পাওয়ার আশায় গিয়েছিলেন নেপাল থেকে, তারপর তাঁদের কাজে লাগিয়ে দেওয়া হয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মারাত্মক পরিস্থিতির কবলে পড়ে এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্যের জন্য হাত পেতেছেন নেপাল থেকে যাওয়া কর্মীরা। নেপালি লোকেদের বলতে শোনা যায় যে দলটিতে ৩০জন নেপালি ছিল, যাদের মধ্যে মাত্র পাঁচজন বেঁচে ছিলেন। তাঁরা বলেন "আমাদের বলা হয়েছিল আমরা সাহায্যকারী হব, কিন্তু এখন আমরা সামনের সারিতে লড়াই করছি,"