সংক্ষিপ্ত
মধ্য প্রদেশের রাজধানী ভোপাল থেকে ২৮৫ কিলোমিটার দূরে অবস্থিত দামোহ জেলার কুন্দলপুর অবস্থিত। পঞ্চকল্যাণ মহা মহোৎসবে অংশ নেওযার সময় চৌহান সোমবার এই ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন সন্নাসী আচার্য বিদ্যাসাগর মহারাজ। শিবরাজ চৌহান বলেন আচার্য বিদ্যাসাগর সন্ন্যাসীর অনুপ্রেরণায় তিনি কুন্দলপুর ও বন্দকপুর জেলা দুটিকে পবিত্র এলাকা হিসেবে ঘোষণা করেন।
জৈনদেশ তীর্থস্থান হিসেব পরিচিত কুন্দলপুরসহ দুটি শহরকে পবিত্র এলাকা হিসেবে ঘোষণা করেছেন মধ্য প্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (CM Shivraj Singh Chouhan )। অন্য শহর বান্দকপুর হিন্দুদের তীর্থক্ষেত্রহিসেবে গুরুত্বপূর্ণ। সেই কারণে সেই দুটি শহরে এবার থেকে মদ ও মাংস (meet and liquor)বিক্রি নিষিদ্ধ করা হবে। পঞ্চকল্যাণ উৎসবের সময়ই এই ঘোষণা করেন শিবরাজ সিং চৌহান।
মধ্য প্রদেশের রাজধানী ভোপাল থেকে ২৮৫ কিলোমিটার দূরে অবস্থিত দামোহ জেলার কুন্দলপুর অবস্থিত। পঞ্চকল্যাণ মহা মহোৎসবে অংশ নেওযার সময় চৌহান সোমবার এই ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন সন্নাসী আচার্য বিদ্যাসাগর মহারাজ। শিবরাজ চৌহান বলেন আচার্য বিদ্যাসাগর সন্ন্যাসীর অনুপ্রেরণায় তিনি কুন্দলপুর ও বন্দকপুর জেলা দুটিকে পবিত্র এলাকা হিসেবে ঘোষণা করেন। তারপরই জানিয়ে দেন এই দুটি এলাকায় মদ ও মাংস বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করা হবে। জৈনদের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শিবরাজ চৌহান বলেন এইজেলারই বান্দকপুর শহরটি শিব মন্দিরের জন্য দীর্ঘদিন ধরেই বিখ্যাত।
এদিনের অনুষ্ঠানে শিবরাজ চৌহান বলেন বিদ্যাসাগর মহারাজের ইচ্ছে অনুসারে আগামী এক বছরের মধ্যে রাজ্যসরকার হিন্দিতে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং চালু করবে। তিনি রাজ্যবাসীকে গোরক্ষার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন উন্নত পরিবেশের জন্য বৃক্ষ রোপন জরুরি। আর সেই কাজে নাগরিকদের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ।
এই মাসের শুরুর দিকে রাজ্যের চিকিৎসা ও শিক্ষামন্ত্রী বিশ্ব সারং বলেছিলেন রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে ভোপালে গান্ধী মেডিক্যাল কলেজে হিন্দিতে এমবিবিএস কোর্স শুরু করবে। অন্যদিকে সম্প্রতি বিজেপি শাসিত এই রাজ্যে মদবিক্রি নিয়ে নীতি পরিবর্তন করেছে। বাড়ি বাড়ি মদ বিক্রির করার কথাও ঘোষণা করা হয়েছিল। নতুন এই মদ বিক্রির নীতি অনুযায়ী ২০ শতাংশ দাম কমিয়ে আনা হয়েছে। যাতে মদের দাম অনেকটাই কমে যাবে। বাড়িতে বার খোলার লাইসেন্সও দেওয়ার কথাও বলা হয়েছে। এই লাইসেন্সের বার্ষিক মূল্য ৫০ হাজার টাকা।
কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই শিবরাজ সিং চৌহান বিহারের মত মধ্য প্রদেশেকেও মদ নিষিদ্ধ রাজ্য পরিণত করার কথা বলেছিলেন। তিনি আরও বলেছিলেন ভালো রাজ্য হিসেবে মদ্যপ্রদেশেকে তুলে ধরার জন্যই এই পদক্ষেপ তিনি নিচ্ছেন। যাইহোক বর্তমানে নীতি বদল করেছে মধ্য প্রদেশের সরকার।
মণিপুরে ভোট প্রচারে রাহুল গান্ধী, পাম বাগান নিয়ে আক্রমণ মোদীকে
হিজাবকাণ্ডের মধ্যে কর্নাটক বজরং দলের সদস্য খুন, বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
ভারতের সেরা ১০টি রাস্তার খাবার, ফুচকার পাশাপাশি রয়েছে আরও হরেক নাম