সংক্ষিপ্ত
বন্দে ভারত এক্সপ্রেস দুর্ঘটনার কারণে প্রায় আধ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনের কাপলার , জলের পাইপ ও বিসিইউ কভার ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবারও দুর্ঘটনার কবলে দ্রুত গতিসম্পন্ন বন্দে ভারত এক্সপ্রেস। এবার শনিবার সকালে গুজরাটের ভালসাদের অনুতের কাছে বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মারে একটি গবাদি পশুকে। যার কারণে ইঞ্জিনের সামনের দিকটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটি মুম্বই সেন্ট্রাল ছেকে গান্ধী নগর যাওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণে প্রায় আধ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনের কাপলার , জলের পাইপ ও বিসিইউ কভার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সামনের কোচের কভার ছাড়া আর তেমন কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। এই নিয়ে পরপর চারবার বন্দে ভারত এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ল।
এর আগে গত ৬ অক্টোবর মহিষের ধাক্কায় রীতিমত ক্ষতিগ্রস্ত হয়েছে এই ট্রেনের ইঞ্জিনের বেশ কিছুটা অংশ। ট্রেনটি মুম্বই থেকে গান্ধীনগর যাচ্ছিল। আমেদাবাদের কাছে বাটওয়া ও মণিনগরের মধ্যে বৃহস্পতিবার সকাল ১১টার সময় এই দুর্ঘটনা ঘটে।
ট্রেনের সামনে দুটি মহিষ চলে আসে। সেগুলিতে ধাক্কা খায় ইঞ্জিন। তাতেই ক্ষতিগ্রস্ত হয় ইঞ্জিনের একাংশ। ট্রেনের বাকি অংশের কোনও ক্ষতি হয়নি। রেল লাইন পরিষ্কার করা আর ইঞ্জিনের ভাঙা অংশ গ্রুত মেরামতি করা হয়। এই ঘটনার পর প্রায় আট মিনিট ট্রেনটি দাঁড়িয়ে গিয়েছিল। তারপর আবার তা চলতে শুরু করে। আর নির্ধারিত সময়ই গান্ধীনগরে পৌঁছায়।
রেলের পক্ষ থেকে জানান হয়েছে এই দুর্ঘটনায় ট্রেনের ও যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। কিন্তু যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে স্পষ্ট ট্রেনের ইঞ্জিনের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মাসে গান্ধীনগর - মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছিলেন। সেইসময় ট্রেনটি গান্ধী নগর থেকে আমেদাবাদের কালুপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনটি গিয়েছিল।
বন্দে ভারত এক্সপ্রেস একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি। এটি দেশীয় ভাবে ডিজাইন করা হয়েছিল। ট্রেনটিটে ১৬টি কোচ রয়েছে। ট্রেনটি ১৪০ সেকেন্ডের ১৬০ কিলোমিটার যায়। এটির রাইডিং ইনডেক্স ৩.৫। যাত্রীদের যাত্রাকে আরও আরামদায়ক করে তোলে। ট্রেনের নিরাপত্তা ব্যবস্থাও রীতিমত শক্তপক্ত। কোটের জরুরি টকব্যাক ইউনিট রয়েছে।
সেই সময় গরুর মালিকের নামে এফআইআরও করা হয়েছিল। অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে এফআইআর করে রেল পুলিশ। সেই ঘটনার তদন্ত এখনও পর্যন্ত চলছে। তারই মধ্যে নতুন করে দুর্ঘটনার মধ্যে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস।
Breaking News: বেঙ্গালুরুগামী ইন্ডিগোর বিমানে আগুন, জরুরি অবরতরণ দিল্লিতে
অমিত শাহ - মমতা মুখোমুখি হচ্ছেন না, আপাতত স্থগিত নবান্নের বৈঠক
পাকাপাকি ভাবেই রাজনীতিতে আসতে চান কঙ্গনা? হিমাচল প্রদেশের অনুষ্ঠানে তেমনই জানালেন অভিনেত্রী