সংক্ষিপ্ত

ভ্য়াকসিনের দুটি ডোজ নিলেই  মুম্বইয়ের লোকাল ট্রেনে সফরের অনুমতি মিলবে।  মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেনযাত্রীরা লোকাল ট্রেনের পাস ডাউনলোড করতে পারবেন। 


ভ্য়াকসিনের দুটি ডোজ নিলেই  মুম্বইয়ের লোকাল ট্রেনে সফরের অনুমতি মিলবে। এমনটাই জানালেন মহারাষ্টের মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে। তবে অবশ্যই দেশে জুড়ে এখনও সংক্রমণ চলছে। তাই এবার ভ্য়াকসিনের দুটি ডোজ সম্পূর্ণ করলেই ১৫ অগাস্ট থেকে  লোকাল ট্রেনে উঠতে পারবে মুম্বইবাসী। 

 

 

আরও পড়ুন, Tripura: তৃণমূল যুব নেতাদের জামিন নিয়ে কলকাতায় অভিষেক, 'ষড়যন্ত্র'-র তত্ত্ব বিপ্লবের

উল্লেখ্য, মুম্বইয়ের লাইফলাইন হিসাবে পরিচিত লোকাল ট্রেন। রবিবার মহারাষ্টের মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন থেকে মুম্বইয়ে লোকাল ট্রেন চালু হচ্ছে। করোনা টিকার দুটি ডোজ সম্পূর্ণ করার ১৪ দিন পর থেকে ট্রেনে উঠতে পারবে মুম্বইবাসী।  মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেনযাত্রীরা লোকাল ট্রেনের পাস ডাউনলোড করতে পারবেন।  স্মার্ট ফোন না থাকলে পুরসভার অফিস বা রেলস্টেশনে গিয়েও পাস সংগ্রহ করা যাবে। এখনও মুম্বইয়ে লোকাল ট্রেন চলছে। তবে তা জরুরী পরিষেবার সঙ্গে যুক্তরাই কেবল সেই ট্রেনে উঠতে পারবেন। তবে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিনে এবার সর্ব সাধারণের জন্যই খুলে যাচ্ছে লোকাল ট্রেনের দরজা।

 আরও পড়ুন, 'অভিষেকের নেতৃত্বে ত্রিপুরা তৃণমূলমুখী হচ্ছে', দেবাংশুরা গ্রেফতার হতেই গর্জে উঠলেন ফিরহাদ
মহারাষ্টের মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে আরও বলেছেন, এখন কোভিড বিধি শিথিল করা হচ্ছে। তবে দৈনিক সংক্রমণ বাড়লে আবার লকডাউন ঘোষণা হতে পারে। উল্লেখ্য, যাত্রীরা কোভিডের দুটি টিকা নিয়েছেন কিনা, এজাতীয় জুরুরি তথ্য ওই অ্যাপে জানাতে হবে। তবে সংশ্লিষ্ট ট্রেনের টিকিট পাবেন যাত্রীরা। তবে মহারাষ্ট সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রেলযাত্রীরা।

    আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

YouTube video player