সংক্ষিপ্ত

ত্রিপুরায় মহামারি আইনে গ্রেফতার হওয়ার চব্বিশ ঘন্টার মধ্য়েই জামিন পেলেন দেবাংশুরা। রাতেই  জামিনে মুক্ত তৃণমূল নেতাদেরকে নিয়ে কলকাতায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 

ত্রিপুরায় মহামারি আইনে গ্রেফতার হওয়ার চব্বিশ ঘন্টার মধ্য়েই জামিন পেলেন দেবাংশুরা। রাতেই  জামিনে মুক্ত তৃণমূল নেতাদেরকে নিয়ে কলকাতায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সোমবার কলকাতায় ফিরছেন কুণাল ঘোষরাও। তবে অশান্তি নিয়ে টুইটে 'ষড়যন্ত্র' তকমা দিয়ে তৃণমূলকে নিশানা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। 

 

 

আরও পড়ুন, 'অভিষেকের নেতৃত্বে ত্রিপুরা তৃণমূলমুখী হচ্ছে', দেবাংশুরা গ্রেফতার হতেই গর্জে উঠলেন ফিরহাদ

প্রসঙ্গত, শনিবার ত্রিপুরায় এসে আক্রান্ত হয়েছেন তৃণমূলের যুব নেতারা। প্রতিবাদে শনিবার রাত থেকেই ত্রিপুরার খোয়াই থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা। সূত্রের খবর, রবিবার ভোর রাতে মহামারী আইনে ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্য সহ ১১ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। এরপরেই তৃণমূলের যুব নেতাদের গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ত্রিপুরা। খোঁয়াই থানায় রুদ্র মূর্তি ধরেন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পুলিশ আধিকারিকদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তিনি। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হওয়ায় ধৃতদের তোলা হয় আদালতে। এরপর দীর্ঘ সময় ধরে অভিষেক বন্দ্য়োপাধ্যায়, ব্রাত্য বসু সহ তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব থানাতেই ছিলেন। তবে তৃণমূলের নেতারদের জামিনের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপর ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, এভাবে তাঁদের রোখা যাবে না। জামিনের পর ভিডিও শেয়ার করেছেন তিনি।  

"
 আরও পড়ুন, দুর্নীতি সংক্রান্ত খবর করার শাস্তি, শাসক দলের জনপ্রতিনিধির হাতে নিগৃহীত সাংবাদিক

 

> অপরদিকে, এই ঘটনার পর তৃণমূলের লড়াই প্রসঙ্গে টুইট করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছেন, 'ত্রিপুরার উন্নয়নের গতিকে বাধা দিতে সক্রিয় একটা অংশ। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ষড়যন্ত্র করছে। কিন্তু ত্রিপুরার সচেতন নাগরিকগণ, ত্রিপুরেশ্বরী মায়ের এই ভূমিতে কোনও ধরণের ষড়যন্ত্রের স্বার্থক হতে দেবেন না।' উল্লেখ্য, সূত্র মারফত খবর, রবিবারই আক্রান্ত তৃণমূল নেতাদের নিয়ে বিমানে কলকাতায় ফেরার কথা অভিষেকের। আগেই তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল আক্রান্ত নেতারা ত্রিপুরায় কোনও চিকিৎসা পাননি। তাই তাঁদের চিকিৎসার কারণেই দ্রুত কলকাতা ফিরছেন অভিষেক। সোমবার কলকাতায় ফিরছেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, দোলা সেন, এবং সমীর চক্রবর্তীরাও।  সোমবার দুপুর তিনটেই সাংবাদিক বৈঠক করবেন কুণালরা।

 

    আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

YouTube video player