সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার পরিকল্পনা করছে দাউদ ইব্রাহিমের দুই সঙ্গী। তেমনই হুমকি বার্তা পেল মুম্বই পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষা হচ্ছে। এমনই একটি বার্তা মুম্বই পুলিশ তাদের হেল্পলাইন নম্বরে পেয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। মুম্বই পুলিশ সূত্রের খবর হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে অডিও ক্লিপ আকারে এসেছে মোদীকে হুমকির বার্তাগুলি। এখনও পর্যন্ত ৭টি অডিও ক্লিপ হাতে পেয়েছে বলও পুলিশ সূত্রের খবর।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই কারসাজি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের। যে বর্তমানে দেশ ছাড়া। পাকিস্তানেরই ঘাঁটি গেড়ে বসে রয়েছে সে। তারই কোনও সাগরেদ এই বার্তাগুলি পাঠিয়েছে বলে প্রাথমিতভাবে মনে করছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তবে এই খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাণিজ্যনগরীতে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে অডিও বার্তা প্রেরককে।

রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে, দুই ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করেছে দুই ব্যক্তি। যাদের সঙ্গে পাকিস্তানের আন্ডারওয়ার্ল্ড দাউসের ইব্রাহিমের ঘনিষ্ট যোগাযোগ রয়েছে। পুলিশ ইতিমধ্যেই এই বার্তা নিয়ে তদন্ত শুরু করেছে। হুমকির বার্তা কে পাঠিয়েছে - তাও খতিয়ে দেখছে।

কয়েকদিন আগে এজাতীয় একটি হুমকি ফোন পেয়েছিল পুনে পুলিশ। যেখানে জানান হয়েছিল প্রধানমন্ত্রী মোদীকে হত্যা করা হবে। এটি একটি প্রতারণামূলক কল। এক ব্যক্তি পুনে পুলিশ কন্ট্রোলরুমে ফোন করে দাবি করেন যে প্রধানমন্ত্রী মোদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আরও জানিয়েছিলেন- পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য পুনে-মুম্বই রেলপথে বেশ কয়েকটি স্টেশনে বোমা রাখা হবে।

সেই ঘটনার পরই পুলিশ তদন্ত শুরু করে। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ ৩৮ বছরের এক ব্যক্তিকে পাকড়াও করে । যিনি অবসাদে ভুগছেন। তদন্ত পুলিশ জানিয়েছে,সংশ্লিষ্ট ব্যর্তি তার ফ্ল্যাট থেকেই ফোনটি করেছিলেন। কারণ তাঁর ফ্ল্যাটের ওপর বাচ্চারা চেঁচামেচি করছিল। তাতেই বিরক্ত হয়ে তিনি ফোনটি করেছিলেন। তিনি আরও জানিয়েছেন , তাঁর ফোনের সূত্র ধরেই পুলিশ ফ্ল্যাটে আসবে। আর অভিযান চালাবে। তাতে বাচ্চাগুলি ভয় পেয়ে চুপ করে যাবে। গত অক্টোবর মাসে তিনি জরুরি নম্বর ১১২ ডায়াল করেছিলেন।

আরও পড়ুনঃ

গুজরাটে ভোট প্রচারে রাহুলের ভারত জোড়ো যাত্রার তীব্র সমালোচনা, মোদী বললেন- ‘আমি নিছকই একজন ভৃত্য’

ম্যাঙ্গালুরু বিস্ফোরণের ঠিক আগেই বাসস্টপে দাঁড়িয়ে মূল অভিযুত্ত শারিক, ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

'মুহূর্তের উত্তেজনায় সব হয়েছে', শ্রদ্ধা খুনের মামলায় দিল্লির আদালতে দাবি আফতাবের