সংক্ষিপ্ত

মঙ্গলবার এই বীভৎস দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের লোনাভলা থেকে খান্ডালা যাওয়ার পথের মাঝখানের এক্সপ্রেসওয়েতে।

রাসায়নিক বোঝাই ট্যাঙ্কারে উলটে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল পুনে-মুম্বই এক্সপ্রেসওয়েতে। মঙ্গলবার সকালে দাউদাউ করে জ্বলে উঠল বিশাল ট্যাঙ্কার। একের পর এক সশব্দ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ইতিমধ্যেই চারজনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে গিয়ে তিনজন গুরুতর আহত হয়েছেন।
 
মঙ্গলবার এই বীভৎস দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের লোনাভলা থেকে খান্ডালা যাওয়ার পথের মাঝখানের এক্সপ্রেসওয়েতে। লোনাভলার পাহাড়ি রাস্তায় একটি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় ওই ট্যাঙ্কারটি উলটে যায়। সেটির থেকে ছিটকে নীচের রাস্তায় জ্বলন্ত অবস্থায় পড়ে যেতে দেখা যায় একজন মানুষকে। ট্যাঙ্কারটিতে মেথানল ভর্তি করা ছিল বলে জানা গেছে। 

স্থানীয় সূত্র মারফৎ জানা গেছে যে, ট্যাঙ্কারটি মুম্বইয়ের দিকে যাচ্ছিল, সেই সময় হঠাতই সেটি উলটে যায় এবং রাসায়নিকে বিক্রিয়ার কারণে সেটিতে আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত আশেপাশের অন্যান্য গাড়িতেও ছড়িয়ে পড়ে। ফলে ওই রাস্তায় যান চলাচল ব্যাপক ভাবে বিঘ্নিত হয়। 

মঙ্গলবার সকাল ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এরপর ওই রাস্তায় এখনও পর্যন্ত যান চলাচল স্বাভাবিক করা যায়নি। 
 


আরও পড়ুন- 
BJP News: বিজেপি কর্মীদের বেধড়ক মারধর, রক্তাক্ত ক্যানিং-এ সজল ঘোষ, প্রিয়াঙ্কা টিবরেওয়াল
হিন্দু-মুসলমান দ্বন্দ্বে উত্তাল মহারাষ্ট্র, ঔরঙ্গজেব এবং টিপু সুলতানকে নিয়ে বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টে উত্তেজনা

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে বিজেপির মনোনয়ন জমা, প্রচারে স্লোগান ‘নো ভোট টু মমতা’