Bank Holiday: পর পর দু'সপ্তাহ টানা পাঁচ দিন করে ব্যাঙ্ক বন্ধ, কারণ জানাল RBI
জানুয়ারি ২০২৬-এ রাজ্যজুড়ে ব্যাঙ্কগুলি মোট ১১ দিন বন্ধ থাকবে। স্বামী বিবেকানন্দ জয়ন্তী, মকর সংক্রান্তি, নেতাজি জয়ন্তী এবং প্রজাতন্ত্র দিবসের মতো বিভিন্ন উৎসব ও দিবসের কারণে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

চলছে বছরের প্রথম মাস। আর এই প্রথম মাসেই সমস্যায় পড়তে চলেছেন রাজ্যবাসী। কারণ এই মাসে টানা ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। চলতি সপ্তাহে টানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ, বিশেষ কারণ প্রকাশ করল RBI। জেনে নিন কেন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক।
প্রকাশ্যে আসা ছুটির তালিকা বলছে-
১২ জানুয়ারি- স্বামী বিবেকানন্দ জয়ন্তী (জাতীয় যুব দিবস)
১৪ জানুয়ারি- মকর সংক্রান্তি / মাঘ বিহু
১৫ জানুয়ারি- উত্তরায়ণ পুণ্যকাল / পোঙ্গল / মাঘে সংক্রান্তি / মকর সংক্রান্তি
১৬ জানুয়ারি- তিরুবল্লুবর দিবস
১৭ জানুয়ারি- উঝাবর তিরুনাল। ফলে সারা ভারত জুড়ে বিভিন্ন রাজ্যে ১২ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত বন্ধ থাকছে ব্যাঙ্কগুলো।
এদিকে জানুয়ারি ২০২৬ ব্যাঙ্কের ছুটি মোটি ১০ দিনের। ১ জানুয়ারি- নববর্ষ দিবস / গান-নাগাই কারণে ছুটি ছিল। ২ জানুয়ারি- মান্নাম জয়ন্তী / নববর্ষ উৎসব ছুটি ছিল। ৩ জানুয়ারি- হজরত আলীর জন্মদিন ছিল ছুটি। তারপর চলতি সপ্তাহে প্রায় ৫ দিন ছুটি।
আবার আগামী সপ্তাহেও পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৩ জানুয়ারি- নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী / সরস্বতী পূজা / শ্রী পঞ্চমী / বসন্ত পঞ্চমী / বীর সুরেন্দ্র সাই জয়ন্তী। ২৬ জানুয়ারি- প্রজাতন্ত্র দিবস। আবার ২৭ জানুয়ারি আবার ব্যাঙ্ক ধর্মঘট। এরই মাঝে ২৪ জানুয়ারি শনিবার আর ২৫ জানুয়ারি রবিবার। সব মিলিয়ে ২৩ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত কাজ।
তেমনই ফেব্রুয়ারি ২০২৬ এ ব্যাঙ্কের ছুটি থাকবে ৩ দিন।
১৮ ফেব্রুয়ারি- লোসার
১৯ ফেব্রুয়ারি- ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী
২০ ফেব্রুয়ারি- রাজ্য দিবস / রাজ্য প্রতিষ্ঠা দিবস

