সংক্ষিপ্ত
কংগ্রেসের এই অভিযোগের পর মুখ খুলেছেন সুরেশ গোপী। তিনি কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বলেছেন, 'আমি ইতিমধ্যেই মন্ত্রীপদে শপথ গ্রহণ করেছি ভগবান ও সংবিধানের নামে। আমি দায়িত্ব পালন করতে চাই। '
টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় রাষ্টপতিভবনে জমকালো ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর মন্ত্রিসভাস ৭১জন মন্ত্রী শপথবাক্য পাঠ করেন। কিন্তু এই ঘটনার ২৪ ঘণ্টাও গেল না। তারই মধ্যে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বিদ্রোহের আঁচ! মোদীর ক্যাবিনেটে বিদ্রোহ ঘোষণা করেছেন কেরলের প্রথম তথা একমাত্র বিজেপি সাংসদ সুরেশ গোপী। তিনি আবার জনপ্রিয় অভেনেতাও। এমনটাই অভিযোগ কেরল কংগ্রেসের। কংগ্রেসের দাবি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপি সাংসদ মন্ত্রিত্ব ছাড়তে চেয়েছেন। যদিও এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন সুরেশ গোপী।
Suvendu Adhikari: ভোট পরবর্তী হিংসা নিয়ে আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু, শুনানি কাল থেকেই
কেরলে এই নির্বাচনেই প্রথম খাতা খুলেছিল বিজেপি। রাজ্যের একমাত্র সাংসদ সুরেশ গোপী । এর আগে কেরল থেকে কোনও সাংসদ পায়নি গেরুয়া শিবির। যদিও আগের বিধানসভা নির্বাচনে বিজেপির একমাত্র বিধায়ক ছিল। কিন্তু শেষ নির্বাচনে গেরুয়া শূন্য ছিল কেরল। যাইহোক কেরল কংগ্রেসের দাবি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রিত্ব ছাড়তে চেয়ে সরব হয়েছেন সুরেশ গোপী। কংগ্রেস প্রধানমন্ত্রী ও বিজেপি নেতাদের কটাক্ষ করেছে। বলেছেন, এমন একজনকে মন্ত্রী করা হল যিনি নিস্কৃতি পেতে মরিয়া। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস একটি পোস্টও করেছে। যেখানে বলেছেন, 'বিজেপি আর নরেন্দ্র মোদী কেন ভোটারদের নিয়ে এই উপহাস করেছে? কেন আপনি আপানার সাংসদকে বললেন না যে আপনি জীবনে কী করতে চান তা আগে ঠিক করতে হবে। গুরুত্বপূর্ণ এটাই যে ঈশ্বর আর সংবিধানের নামে শপথ নেওয়ার পর মিডিয়ার সামনে এই অনুষ্ঠান বন্ধ করুন।'
কার মদতেই কয়লার কালো-কারবার? সন্দেশখালির শাহজাহানের অত্যাচারের নয়া তথ্য ইডির হাতে
যদিও কংগ্রেসের এই অভিযোগের পর মুখ খুলেছেন সুরেশ গোপী। তিনি কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বলেছেন, 'আমি ইতিমধ্যেই মন্ত্রীপদে শপথ গ্রহণ করেছি ভগবান ও সংবিধানের নামে। আমি দায়িত্ব পালন করতে চাই। '
সাদা কুর্তা-নীল জ্যাকেটে জমকালো পোশাকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী
কেরলের ত্রিশুর আসন থেকে জয়ী হয়েছিলেন সুরেশ গোপী। আগেই তিনি বলেছিলেন, তিনি মন্ত্রী হতে চান না। সাংসদ হিসেবেই তিনি দায়িত্ব পালন করতে চান। তিনি আরও বলেছেন, নতুন বিপ্লবী কাজের প্ল্যাটফর্ম হতে চান তিনি। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, 'আমি শুধু চাই যে আমি যখন কেরলের জনগণের জন্য দৃঢ় সংকল্প নিয়ে একটি প্রকল্প নিতে চাইব তখন যেন সংশ্লিষ্ট মন্ত্রকগুলি তা বাস্তবায়নে সবরকম চেষ্টা করবে।' ৪ জুন ফল প্রকাশের পরে সুরেশ গোপী বলেছিলেন তিনি এই রেজাল্টে খুব উচ্ছ্বসিত।