Air India Plane Crash: আমেদাবাদে বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর যে কোনও উড়ানে ১১ এ আসনের চাহিদা আকাশছোঁয়া হয়ে উঠতে পারে। কারণ, ২৩০ জনের মধ্যে একমাত্র এই আসনে থাকা যাত্রীই জীবিত আছেন।

11A seat in aircraft: বিমান দুর্ঘটনা মিলিয়ে দিল থাইল্যান্ডের এক গায়ক ও অভিনেতা এবং ভারতীয় বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে। ১৯৯৮ সালের ১১ ডিসেম্বর বিমান দুর্ঘটনায় পড়েছিলেন রুয়াংসাক লয়চুসাক (Ruangsak Loychusak)। থাই এয়ারওয়েজের উড়ান টিজি ২৬১ (Thai Airways Flight TG261) দক্ষিণ থাইল্যান্ডে অবতরণের চেষ্টা করার সময় দুর্ঘটনার কবলে পড়ে। সেই দুর্ঘটনায় ১০১ জন প্রাণ যায়। ১৪৬ জন যাত্রীর অন্যতম ছিলেন সেই সময় ২০ বছর বয়সি লয়চুসাক। তিনি বিমানে ১১ এ (11A) আসনে বসেছিলেন। ২৭ বছর পর এয়ার ইন্ডিয়ার উড়ান এআই ১৭১ দুর্ঘটনার কবলে পড়ল। ২৪২ জন যাত্রী ও ক্রু মেম্বারের মধ্যে একমাত্র বিশ্বাস কুমার রমেশ (Vishwash Kumar Ramesh) জীবিত। ঘটনাচক্রে, রমেশও বিমানে ১১ এ আসনেই বসেছিলেন। এত বছর পর এই ঘটনা কি নেহাতই সমাপতন? না কি ১১ এ আসনের কোনও রহস্য আছে? দেশ-বিদেশে এখন এই আলোচনা চলছে।

সহযাত্রীদের জন্য দুঃখিত লয়চুসাক

সোশ্যাল মিডিয়া পোস্টে লয়চুসাক লিখেছেন, 'ভারতে বিমান দুর্ঘটনায় একজন বেঁচে গিয়েছেন। তাঁর ও আমার একই আসন ছিল। ১১ এ।' এই গায়ক ও অভিনেতা আরও জানিয়েছেন, তাঁর কাছে ১৯৯৮ সালে সেই বিমানযাত্রার বোর্ডিং পাস নেই। তিনি সেই দুর্ঘটনার পর প্রায় এক দশক বিমানে যাত্রা করতে পারেননি। তাঁর মনে আতঙ্ক ছিল। নিজে বেঁচে গেলেও, সহযাত্রীদের মৃত্যুতে দুঃখিত ছিলেন। সহযাত্রীরা প্রাণ হারানোয় এবং তিনি রক্ষা পাওয়ায় অনুশোচনা হত। নিজেকে অপরাধী বলে মনে করতেন। এত বছর পর রমেশের ঘটনায় লয়চুসাকের পুরনো স্মৃতি ফিরে এসেছে।

১১ এ আসনের চাহিদা বাড়ছে

বিমানে ১১ এ আসনের পাশেই জরুরি প্রস্থানের দরজা আছে। এই কারণেই বেঁচে গিয়েছেন রমেশ। তিনি বিমান থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন। চোট পেলেও, প্রাণরক্ষা হয়েছে। এই কারণে এখন অনেকেই উড়ানে ১১ এ আসনের টিকিট কাটার চেষ্টা করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।