নিজের সোশ্যাল মিডিয়া পেজেই ওই ভিডিও শেয়ার করেছেন বিজেপির মন্ত্রী। সেই ভিডিও দেখে হেসে কূল পাচ্ছেন না নেটিজেনরা।

পদ অনুযায়ী তিনি হলেন পর্যটন এবং উচ্চশিক্ষা মন্ত্রী, কিন্তু, অবস্থা অনুযায়ী, তিনি আটকে রয়েছেন গভীর কাদা-পাঁকের ভেতরে। তিনি হলেন নাগাল্যান্ডের বিজেপি মন্ত্রী তেমজেন ইমনা আলং (Temjen Imna Along)। নিজের সোশ্যাল মিডিয়া পেজে ওই ভিডিও শেয়ার করেছেন তিনি নিজেই। সেই ভিডিও দেখে হেসে কূল পাচ্ছেন না নেটিজেনরা।

-

অদ্ভুত হাস্যরস এবং বিনোদনমূলক সোশ্যাল মিডিয়া ক্যাপশনের জন্য পরিচিত তেমজেন ইমনা আলং। এছাড়াও তিনি নিয়মিত তার অনুসারীদের গুরুত্বপূর্ণ জীবনের পরামর্শ এবং হৃদয়গ্রাহী ভিডিও সম্পর্কে আপডেট করেন। এবার, মন্ত্রী আবারও তাঁর এক্স (টুইটার) অনুগামীদের একটি মজার ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে, ৩ জন লোক মিলে টানাটানি ঠেলাঠেলি করেও কিছুতেই তাঁকে কাদার মধ্যে থেকে বের করে আনতে পারছে না। 

-

ভিডিও পোস্টের ক্যাপশনে তেমজেন লিখেছেন, “আজ জেসিবি কা টেস্ট থা! (আজ জেসিবি-র পরীক্ষা ছিল) নোট: এটি এনসিএপি রেটিং সম্পর্কে, গাদি খারিদনি সে পেহলে এনসিএপি রেটিং জারুর দেখে। কিয়ুনকি ইয়ে আপকে জান কা মামলা হ্যায় (গাড়ি কেনার আগে, অবশ্যই এনসিএপি রেটিং পরীক্ষা করুন। কারণ, এটা আপনার জীবনের ব্যাপার)!!”

View post on Instagram