সংক্ষিপ্ত

সুপ্রিম কোর্টের কলেজিয়াম নিয়ে রাজনৈতিক মহলে অনেক বিতর্ক হয়েছে। এরই মধ্যে নতুন প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।

সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি সঞ্জীব খান্না। বৃহস্পতিবার তাঁর নিয়োগের কথা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১১ নভেম্বর নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি সঞ্জীব খান্না। তিনি বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হতে চলেছেন। ১০ নভেম্বর ৬৫ বছর পূর্ণ করতে চলেছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তাঁর পরিবর্তে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বর্তমানে সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়স্ক বিচারপতি সঞ্জীব খান্না। পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম সুপারিশ করেন বিদায়ী প্রধান বিচারপতি। তাঁর সুপারিশ মেনে বিচারপতি সঞ্জীব খান্নাকে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি। ২০২২ সালের ৮ নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন ডি ওয়াই চন্দ্রচূড়। প্রায় দু'বছর এই দায়িত্ব পালন করার পর এবার তিনি সরে যাচ্ছেন।

নতুন প্রধান বিচারপতি নিয়োগের কথা ঘোষণা আইনমন্ত্রীর

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছেন, ‘ভারতের সংবিধানে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী ভারতের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করার পর সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী সঞ্জীব খান্নাকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে ঘোষণা করছেন মাননীয় রাষ্ট্রপতি। ১১ নভেম্বর, ২০২৪ থেকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন বিচারপতি সঞ্জীব খান্না।’

ভারতের ৫১-তম প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

ভারতের ৫১-তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি সঞ্জীব খান্না। তিনি ২০২৫ সালের ১৩ মে পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। ফলে সাত মাস প্রধান বিচারপতি হিসেবে থাকার পরেই সরে যাবেন বিচারপতি সঞ্জীব খান্না। তিনি ২০১৯ সালের ১৮ জানুয়ারি দিল্লি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব নেন। এবার তিনি প্রধান বিচারপতি হচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দেশের পরবর্তী প্রধান বিচারপতি কে? মোদী সরকারের কাছে নামপ্রকাশ করে দিলেন CJI চন্দ্রচূড়

প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বাড়ির গণেশ পুজোয় হাজির প্রধানমন্ত্রী মোদী! নয়া সমীকরণের ইঙ্গিত?

"এত উতলা হচ্ছেন কেন? ধর্ষণ ও খুনের তদন্তে আপত্তি কোথায়?" সন্দীপের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট, আর কী বললেন বিচারপতি?