GPay, PhonePe, Paytm-এ ব্যালেন্স দেখায় নিষেধাজ্ঞা? গ্রাহকদের সুবিধার্থে আসছে নয়া নিয়ম
অনলাইন লেনদেনে আসছে বড় পরিবর্তন। অগস্ট থেকে UPI পেমেন্টে নতুন নিয়ম চালু হচ্ছে। ব্যালেন্স চেক এবং অটো পেমেন্টের ক্ষেত্রে থাকছে নতুন সীমা।

বর্তমানে অধিকাংশই অনলাইনে অর্থ পাঠাতে পছন্দ করেন। বর্তমান প্রজন্মের কাছে ক্যাশ থাকে কম। সবটাই অনলাইন নির্ভরশীল তারা। তবে, সদ্য এই অনলাইন ট্রানজেকশনে আসছে বিরাট বদল। অগস্ট থেকে UPI পেমেন্টে মানতে হবে নয়া নিয়ম।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফে সদ্য ব্যাঙ্কগুলোকে নির্দেশ দিয়েছে। GPay, PhonePe, Paytm-র মতো সমস্ত অ্যাপেই নির্দেশ দেওয়া হয়েছে। এবার থেকে টাকা আদান প্রদান করলেই ফোনে আসবে নোটিফিকেশন।
বহু গ্রাহকরা লেনদেনের পর নিজেদের ব্যালেন্স চেক করেন। এতে সিস্টেমে ওভারলোড হয়ে যায় অনেক সময়। তা কমাতে এল নতুন নিয়ম। এই ওভারলোডের সমস্যা দূর করতে এনপিসিআই নন-ফিন্যান্সিয়াল ইউপিআই সার্ভিসের ক্ষেত্রে দৈনিক ব্যালেন্স চেক ও লিঙ্ক করা অ্যাকাউন্ট চেক করার সীমা বেঁধে দিয়েছে।
তেমনই UPI-তে অটো পে ট্রান্সজাকশনের ক্ষেত্রেও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ ইএমআই, বিভিন্ন বিল পেমেন্ট, ওটিটি সাবস্ক্রিপশনও হবে নির্দিষ্ট নিয়ম মেনে। এমনই নিয়ম আসতে চলেছে ১ অগস্ট থেকে। এবার থেকে UPI-তে যতবার খুশি ব্যালেন্স পরীক্ষা করা যাবে না। এতে আপনি পড়বেন বিপদে।
নতুন নিয়ম অনুসারে, কোনও পেমেন্ট হয়েছে কি না, তা নিশ্চিত করতে দিনে মাত্র ৩ বার ট্রানজাকশন স্টেটাস চেক করতে পারবেন। তাও ৯০ সেকেন্ডের ব্যবধানে। সারাদিন সর্বাধিক ৫০ বার ইউপিআই ব্যালেন্স চেক করা যাবে। তবে, এবার থেকে টাকা আদান প্রদান করলেই ফোনে আসবে নোটিফিকেশন। চালু হচ্ছে এমনই নিয়ম।

