- Home
- India News
- ১ এপ্রিল থেকে আর মিলবে না রেশন, নয়া বিজ্ঞপ্তি জারি রেশন কার্ড নিয়ে, জেনে নিন কারা বঞ্চিত হবেন সুবিধা থেকে
১ এপ্রিল থেকে আর মিলবে না রেশন, নয়া বিজ্ঞপ্তি জারি রেশন কার্ড নিয়ে, জেনে নিন কারা বঞ্চিত হবেন সুবিধা থেকে
রেশন কার্ড নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি। ১ এপ্রিল থেকে রেশন বিতরণে আসছে পরিবর্তন। আধার লিঙ্ক না থাকলে এবং ৬ মাস রেশন না তুললে কার্ড বাতিল হতে পারে।

নয়া বিজ্ঞপ্তি জারি হল রেশন কার্ড নিয়ে। এবার থেকে বদল হচ্ছে নিয়ম।
নতুন নিয়মে দেওয়া হবে রেশন। ১ এপ্রিল থেকে জারি হচ্ছে এই নিয়ম।
করোনার পর থেকে ১০০০ কোটি দেশবাসীর কাছে পৌঁছে গিয়েছে রেশন ব্যবস্থা।
এবার থেকে রেশন নিতে গেলে সরকারের নয়া নিয়ম মানতে হবে তা না হলে আর মিলবে না রেশন।
আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে নিন দ্রুত।
আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা না থাকলে বাতিল হয়ে যাবে রেশন কার্ড।
আধার ও রেশন কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাই দ্রুত এই কাজ করিয়ে নিন।
তেমনই যে সকল গ্রাহক ছ মাস ধরে রেশনর খাদ্যসামগ্রী তুলবেন না তাঁদের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে।
আধার লিঙ্ক করা থাকলে রাজ্য সরকারের তরফে KYC করার সঙ্গে সঙ্গেই গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব তথ্য পেয়ে যাবে কেন্দ্র। তাতে টাকা দিতে সুবিধে হবে।
কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী অন্ন যোজনার মাধ্যমে রেশন দেয়। আর রাজ্য সরকার খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে রেশন দেয়।
