২৬/১১-এর ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার মূল ষড়যন্ত্রকারী তাহাওয়ার রানার হেফাজত আরও ১২ দিন বাড়িয়ে দিয়েছে এনআইএ আদালত। রানাকে আরও কিছু নথিপত্রের সঙ্গে মুখোমুখি করার জন্য এনআইএ-র আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
NIA Court extends Tahawwur Rana's custody: সোমবার ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্রকারী তাহাওয়ার রানার হেফাজত আরও ১২ দিন বাড়িয়ে দিয়েছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) আদালত (NIA Court extends Tahawwur Ranas custody)। এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে রানার আইনজীবী পীযূষ সচদেব বলেন, “আসামীকে আরও ১২ দিনের জন্য হেফাজতে পাঠানো হয়েছে। এনআইএ আরও কিছু নথিপত্রের সঙ্গে তাঁকে মুখোমুখি করতে চায়। এনআইএ জানিয়েছে তাদের আরও সময় প্রয়োজন। তাহাওয়ার রানা তদন্তের আওতায় আছেন। আমি নিয়মিত তাঁর সঙ্গে দেখা করছি।”
আদালত হেফাজতের মেয়াদ বাড়ানোর পর তাহাওয়ার রানাকে (Tahawwur Rana) দিল্লির এনআইএ-র প্রধান কার্যালয়ে (NIA Court) নিয়ে যাওয়া হয়। গত সপ্তাহে দিল্লির পাতিয়ালা হাউস আদালত তাহাওয়ার রানার পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য করা আবেদন খারিজ করে দেয়। রানার করা আবেদনে তাঁর পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলার অনুমতি চাওয়া হয়েছিল।
সম্প্রতি তাহাওয়ার হুসেন রানাকে মুম্বই অপরাধ বিভাগের একটি দল নয়াদিল্লিতে আট ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে বলে শনিবার জানিয়েছেন আধিকারিকরা। চারজন আধিকারিকের একটি দল বুধবার সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্রে রানার ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছেন একজন আধিকারিক। জিজ্ঞাসাবাদের সময় রানা ফাঁকি দেওয়ার মতো উত্তর দিয়েছেন এবং সহযোগিতা করেননি বলে জানিয়েছেন ওই আধিকারিক।
৬৪ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী রানাকে এই মাসের গোড়ার দিকে ২৬/১১ মুম্বই সন্ত্রাসবাদী হামলায় তাঁর ভূমিকার অভিযোগে আমেরিকা থেকে ভারতে নির্বাসিত করা হয়েছে। বর্তমানে তিনি রাষ্ট্রীয় রাজধানীতে এনআইএ-র হেফাজতে আছেন। মুম্বই সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্রে রানার ভূমিকা তাঁর বাল্যবন্ধু এবং সহ-আসামী ডেভিড হেডলির বিচারের সময় প্রকাশ্যে আসে।
২০০৮ সালের ২৬ নভেম্বর ১০ জন পাকিস্তানি সন্ত্রাসবাদী মুম্বইতে হামলা চালায়। আরব সাগরের মাধ্যমে মুম্বইতে এসে তারা রেল স্টেশন, দুটি বিলাসবহুল হোটেল এবং একটি ইহুদি কেন্দ্র সহ একাধিক স্থানে পরিকল্পিত হামলা চালায়। এই হামলা প্রায় ৬০ ঘণ্টা ধরে চলে এবং ১৬৬ জনের প্রাণহানি ঘটে।
তিন দিন ধরে ভারতের অর্থনৈতিক রাজধানীতে সন্ত্রাসবাদীরা অবরোধ করে রেখেছিল। হেডলি ওরফে দাউদ গিলানি এবং নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা (এলইটি) এবং হারকাত-উল-জিহাদ-ই-ইসলামি (হুজি) এবং পাকিস্তানি বংশোদ্ভূত অন্যান্য সহযোগীদের সঙ্গে রানা এই হামলার ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ।


