Malegaon Blast: মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে এবার বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের মৃত্যুদণ্ডের আবেদন জানাল এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থার তরফে ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় বিজেপি নেত্রী প্রজ্ঞা সিংহ ঠাকুর সহ আরও ছয় অভিযুক্ত।
Malegaon Blast: মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে এবার বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের মৃত্যুদণ্ডের আবেদন জানাল এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থার তরফে ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় বিজেপি নেত্রী প্রজ্ঞা ঠাকুর সহ আরও ছয় অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন জানাল NIA।
কবে হয়েছিল মালেগাঁও বিস্ফোরণ (Malegaon Blast):-
জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মালেগাঁও বিস্ফোরণ হয়েছিল ২০০৮ সালে। ১৭ বছরের সেই পুরনো মামলায় এদিন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর সহ আ্ররও ছয়জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন জানাল এনআইএ। জানা গিয়েছে, ১৭ বছরের পুরনো ওই মামলায় প্রজ্ঞা সহ ৭ অভিযুক্তের বিরুদ্ধে ফাঁসির আবেদন জানিয়েছে এনআইএ। প্রায় দেড় হাজার পাতার চার্জশিটে সাত অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ দাখিল করে এই আবেদন জানিয়েছে NIA।
সূত্রের খবর, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ইউপিএর ১৬ এবং ১৮ ধারা ও ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৩০২, ৩০৭, ৩২৪,৩২৬, ৩২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে একাধিক রাষ্ট্রদ্রোহিতার ধারাও রয়েছে। মুম্বইয়ের বিশেষ আদালত আগামী ৮ মে এই মামলার রায় ঘোষণা করবে। ইতিমধ্যেই শুনানি শেষ হয়েছে। এই মামলায় সাক্ষী দিয়েছেন ২৯১ জন।
এদিকে বিজেপি নেত্রী প্রজ্ঞা সিং ঠাকুর ছাড়াও আরও যে ছয় অভিযুক্তের নাম রয়েছে এই তালিকায় তারা হল, ভারতীয় সেনার কর্ণেল প্রসাদ পুরোহিত, অজয় রোহিরকর, মেজর রমেশ উপাধ্যায়, স্বামী দয়ানন্দ পাণ্ডে, সমীর কুলকার্নি ও সুধাকর চতুর্বেদী। অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধেই মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।
প্রসঙ্গত, ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর প্রচণ্ড এক বিস্ফোরণে কেঁপে ওঠে মুম্বই থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত মালেগাঁও। সেদিনের ওই বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারান ৬ জন সাধারণ মানুষ। ঘটনায় কেঁপে ওঠে গোটা দেশ। মামলার তদন্তভার যায় মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা। ওই বছরই মুম্বই হামলায় শহিদ হন মামলার তদন্তকারী অফিসার। এরপর ২০১১ সালে মালেগাঁও বিস্ফোরণের তদন্ত ভার যায় এনআইএর হাতে। এবার এই মামলায় চূড়ান্ত চার্জশিট দিয়েছে এনআইএ। সঙ্গে আবেদন জানানো হয়েছে অপরাধীদের মৃত্যুদণ্ডের। মামলার চূড়ান্ত শুনানি ৮ মে, মুম্বইয়ের বিশেষ আদালতে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


