আবারও তুমুল জল্পনা শুরু হয়েছে বিজয় মালিয়া ও নীরব মোদী প্রত্য়াপর্ণ নিয়ে। সূত্রের খবর সম্প্রতি ব্রিটেনের একটি দল দিল্লির তিহার জেল পরিদর্শন করেছে। 

বিজয় মালিয়া ও নীরব মোদীকে কী এবার ভারতে ফেরানো যাবে? আবারও তুমুল জল্পনা শুরু হয়েছে বিজয় মালিয়া ও নীরব মোদী প্রত্য়াপর্ণ নিয়ে। সূত্রের খবর সম্প্রতি ব্রিটেনের একটি দল দিল্লির তিহার জেল পরিদর্শন করেছে। যাতে অনেকেই মনে করছে খুব দ্রুতই ভারত দেশে ফিরিয়ে আনতে পারবে বিজয় মালিয়া ও নীরব মোদীকে।

ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের একটি প্রতিনিধি দল সম্প্রতি পরিদর্শন করেছে তিহার জেল। তিহার জেলের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়েছে প্রতিনিধি দলের সদস্যরা। তিহারজেলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বিজয় মালিয়া ও নীরব মোদীর জন্য তেমন প্রয়োজন পড়লে তিহার জেলের মধ্যেই এনক্লেভ তৈরি করা যেতে পারে। সেখানেই বিজয় মালিয়া আর নীরব মোদীর মত হাইপ্রোফাইল ব্য়ক্তিদের রাখার জন্য আন্তর্জাতিকমানের ব্যবস্থা করা যেতে পারে। তাদের সুরক্ষার বিষয়েও জেল কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। ব্রিটিশ প্রতিনিধি দলের তিহার জেল পরিদর্শ ভারতের পক্ষে সদর্থক হতে পারে বলেও আশা করা হচ্ছে। তাই ভারত সরকার দুই হাইপ্রোফাইল অভিযুক্তকে হাতে পাওয়ার আশায় দিন গুণছে।

বিজয় মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। একাধিক ব্যাঙ্কপ্রতারণায় অভিযুক্ত তিনি। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের একাধিক অভিযোগ রয়েছে। ভারতের একাধিক তদব্তকারী সংস্থা বিজয় মালিয়াকে হাতে পেতে মরিয়া চেষ্টা করছে। গত জুন মাসেই ব্রিটেনের উদ্যোগপতি রাজ শামানির পডকাস্টেরর অতিথি ছিলেন বিজয় মালিয়া। তিনি দাবি করেছিলেন তিনি ভারত ছেড়েছেন। কিন্তু চুরি করেননি। অন্যদিকে পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক-সহ একাধিক ব্যাঙ্কে জালিয়াতির অভিযোগ রয়েছে নীরব মোদীর বিরুদ্ধে। তিনিও গোপনে দেশ ছেড়়েছেন। একই অভিযোগে অভিযুক্ত তাঁর মামা মেহুল চোকসি। তাঁরা দুজনেরই ভারতের বিখ্যাত হিরে ব্যবসায়ী ছিলেন। নীরব মোদী ও বিজয় মালিয়া দুজনেই দীর্ঘ দিন ধরে ছিলেন ব্রিটেনে।