সংক্ষিপ্ত

 

  • দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট
  • কড়া চ্যালেঞ্জের মুখে অর্থমন্ত্রী
  • হলুদ শাড়ি পরে বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন
  • বহিখাতা নিয়ে অর্থমন্ত্রকের থেকে বেরিয়ে আসেন তিনি

অর্থনীতি নিয়ে ক্রমেই বাড়ছে হতাশা। সেই হতাশা দূর করে অর্থনীতি ও সরকারের প্রতি সকলের আস্থা ফেরানোই অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের প্রধান অগ্নিপরীক্ষা।

আর্থিক বৃদ্ধির হার ক্রমাগত নিম্নমুখী, বেকারত্ব হারের সঙ্গে সঙ্গেই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। এমন পরিস্থিতিতে নির্মলা কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করবেন সিদেকই তাকিয়ে গোটা দেশ।

 

ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে কী দাওয়াই দেবেন মোদী মন্ত্রিসভার প্রথম মহিলা অর্থমন্ত্রী তা নিয়ে চলছে জোর আলোচনা।  শনিবার সকাল ১১টায় সংসসদে ২০২০-২১ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করতে চলেছেন তিনি।

 

বাজেয় পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুরও।

বাজেট পেশের আগে সংসদে ক্যাবিনেট বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

এদিন হলুদ শাড়ি পরে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে বহিখাতা নিয়ে অর্থমন্ত্রকের থেকে বেরিয়ে আসেন তিনি। সেখানেও সঙ্গী ছিলেন রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর।