সংক্ষিপ্ত

 

  • ভারতের নদীগুলি ভয়াবহ দূষণের শিকার
  • গঙ্গা, যমুনা সহ সব নদীগুলির একই অবস্থা
  • দূষণের ফলে ক্রমে মজে যাচ্ছে মিথি নদী
  • সেই নদী পরিষ্কারের হাত লাগালেন নরওয়ের মন্ত্রী

এদেশে গঙ্গা, যমুনা সহ প্রধান নদীগুলি ভয়াবহ দূষণের শিকার। গঙ্গাকে দূষণ মুক্ত করতে কেন্দ্র নমামি গঙ্গে প্রকল্প গ্রহণ করেছে। গঙ্গার মতই দূষিত যুমনাও। বিশ্বের অন্যতম দূষিত নদী বলা হচ্ছে যুমনাকে। ভারত সরকার নদী দূষণ কমাতে প্রকল্প নিলেও তার বাস্তবায়ন ও সচেতনতা বৃদ্ধিতে গলদ থেকে যাচ্ছে। এরমধ্যেই এদেশের নদীকে স্বচ্ছ করতে ময়দানে নামলেন এক বিদেশি। নরওয়ের আন্তর্তিক উন্নয়ন মন্ত্রী ডাগ ইঙ্গা উলস্টেইন নিজেই হাত লাগালেন নদী পরিষ্কারের কাজে। 

আরও পড়ুন: দেশবাসীর স্বার্থ নিশ্চিত করা আমার কাজ, দিল্লি প্রসঙ্গ না তুলেও প্রয়াগরাজে বার্তা মোদীর

আরও পড়ুন: সম্প্রীতির নজির গড়লেন মুসলিম বাবা, মেয়ের বিয়ের কার্ডে ছাপালেন রাধাকৃষ্ণ ও গণেশের ছবি

দূষণের কারণে মজে যাচ্ছে মুম্বইয়ের মিথি নদী। আবর্জনা জমে নালায় পরিণত হয়েছে এই নদী। মুম্বই শিল্পাঞ্চলের বর্জ্য জমেই এই হাল নদীটির। সেই নদী সাফাইয়ের কাজেই নেমে পড়লেন নরওয়ের মন্ত্রী। সঙ্গী ছিলেন পরিবেশকর্মী আফরোজ শাহ।

 

 

ডাগ ইঙ্গা উলস্টেইন বলেন,  "অবর্জনার সমস্যা গুরুতর আকার নিয়েছে। নদীভিত্তিক সমাজ আমাদের। নদীপথে আমরা একে অপরের সঙ্গে যুক্ত রয়েছি। তাই সঠিক বর্জ্য ব্যবস্থাপনার বন্দোবস্ত রাখা অত্যন্ত জরুরি।"