আন্তর্জাতিক পাসপোর্ট সূচকে ভারতের উন্নতি, ৮০ তম স্থান থেকে ৭৭ তম স্থানে উন্নীত। বিনা ভিসায় ভ্রমণের সুযোগ বৃদ্ধি, বিশ্বের ৫৯ টি দেশে ভ্রমণের সুবিধা।
কথাতেই আছে 'বাঙালির পায়ের তলায় সর্ষে'। দেশ-বিদেশে ভ্রমণের শখ প্রায় প্রতিটি বাঙালিরই, তাই বর্তমানে বিদেশের মাটিতেও পা বাড়িয়েছে আপামর বাঙালি। চাই কেবল একটা পাসপোর্ট। তবে চলতি বছরে যে ভারতীয় পাসপোর্টের উন্নতি হয়েছে সে খবর হয়ত অনেকেই জানেন না।
ভ্রমণপিপাসুদের জন্য সুখবরই বলা চলে। চলতি বছরে আন্তর্জাতিক পাসপোর্ট সূচক তালিকায় উপরের দিকে উঠে এসেছে ভারতের স্থান। বিশ্বের বিভিন্ন দেশ বিনা ভিসায় কোনো না কোনো দেশে ভ্রমণের অনুমতি দেয়। কোন দেশ কতগুলি দেশে বিনা ভিসাতে ভ্রমণের অনুমতি দেয় তার উপর নির্ভর করে আন্তর্জাতিক পাসপোর্ট ইনডেক্স তৈরি হয়। আর সেই তালিকা অনুযায়ী ভারত বর্তমানে রয়েছে ৭৭তম স্থানে। গত বছর তালিকায় ভারতের স্থান ছিল ৮০ নম্বরে।
উল্লেখ্য, ২০২৫ সালের পর এই নিয়ে পরপর দু’বার পাসপোর্ট ইনডেক্স তালিকায় উপরের দিকে উঠে এসেছে ভারতের নাম। সম্প্রতি ‘দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স’ প্রকাশ্যে এসেছে। তালিকায় ৭৭তম অবস্থানে ভারতের সঙ্গেই রয়েছে আফ্রিকার দু’টি দেশ— সেনেগাল এবং বুকিনা ফাসো।
‘দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স’-এর ওয়েবসাইটে মোট ১৯৯টি দেশ এবং ২৭৭টি ভিন্ন গন্তব্যের উল্লেখ করা হয়েছে। তালিকায় প্রথম স্থান অধিকার করেছে সিঙ্গাপুর। ভিসা ছাড়া সে দেশের নাগরিকেরা বিশ্বের ১৯৪টি দেশে ভ্রমণ করতে পারেন। যুগ্ম ভাবে দ্বিতীয় স্থান দখল করেছে জাপান এবং কোরিয়া। তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের ৭টি দেশ— ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইটালি, আয়ারল্যান্ড, স্পেন এবং ফিনল্যান্ড। তালিকায় ষষ্ঠ এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে ব্রিটেন এবং আমেরিকা। এই তালিকায় পাকিস্তান ৯৬তম স্থান দখল করেছে। গত বছর পাকিস্তান ছিল ১০১তম স্থানে। তবে সবচেয়ে শেষে রয়েছে আফগানিস্তান। এ দেশের নাগরিকেরা ভিসা ছাড়া মাত্র ২৫টি দেশেই প্রবেশের অধিকার পাবে বলে জানা যায়।
সারাংশ ‘দ্য হেনলি পাসপোর্ট ইনডেস্ক’ এর সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী ভারত এখন ভিসা ছাড়াই মোট ৫৯টি দেশে পা রাখতে পারবেন। এর ওপর ভিত্তি করেই তালিকায় ৮০ থেকে কমে ৭৭তম স্থান দখল করেছে ভারত।


