Indian History: নন্দা দেবী পর্বতে হারিয়ে গেল চিনের উপর নজরদারির যন্ত্র, তারপর?

৬০ বছর আগে চিনের উপর নজরদারি চালানোর লক্ষ্যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে নন্দা দেবী পর্বতে এক অভিযান শুরু করে। এক বিশেষ পরমাণুচালিত যন্ত্র পর্বতে নিয়ে যান ক্যাপ্টেন মনমোহন সিং কোহলি ও তাঁর সঙ্গীরা।

Share this Video

৬০ বছর আগে চিনের উপর নজরদারি চালানোর লক্ষ্যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে নন্দা দেবী পর্বতে এক অভিযান শুরু করে। এক বিশেষ পরমাণুচালিত যন্ত্র পর্বতে নিয়ে যান ক্যাপ্টেন মনমোহন সিং কোহলি ও তাঁর সঙ্গীরা। কিন্তু সেই যন্ত্র হিমবাহে চাপা পড়ে যায়। আর সেই যন্ত্র খুঁজে পাওয়া যায়নি। ঠিক কী হয়েছিল? দেখুন।

Related Video