Balasore FM College Girl : ৩ দিনের লড়াই শেষ, মৃত্যু হল নির্যাতিতা ছাত্রীর, ওড়িশায় রাজনৈতিক ঝড়

Balasore FM College Girl Death News : বালাসোরে যৌন হেনস্থার শিকার ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগের পর গায়ে আগুন দেন ছাত্রী, ৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। ১৭ জুলাই ওড়িশা বনধের ডাক কংগ্রেসের।

Share this Video

Balasore FM College Girl Death News : লড়াই শেষ, মৃত্যু হল বালাসোরের নির্যাতিতা ছাত্রীর। ৩ দিনের জীবন-মরণের লড়াই শেষ। তরুণীকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছিলেন ডাক্তাররা। সোমবার রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ মৃত্যু হয় নির্যাতিতার। অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে গায়ে আগুন দেয় ছাত্রী। জেল হেফাজতে কলেজ অধ্যাপক। কলেজ ছাত্রীর মৃত্যুতে ওড়িশায় রাজনৈতিক ঝড়! বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের তীব্র আক্রমণ। ১৭ জুলাই ওড়িশা বনধ-এর ডাক দিল কংগ্রেস।

Related Video