Kashmir Terrorists Attacks: ফের অশান্ত উপত্যকা। জম্মু-কাশ্মীরে এবার অমরনাথগামী পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। পুলিশ সূত্রে খবর, সন্ত্রাসবাদীরে ছোঁড়া গুলির আঘাতে জখম হয়েছেন অন্তত ছয়জন যাত্রী। বিশদে জানতে আরও পড়ুন…                          

Kashmir Terrorists Attacks: ফের অশান্ত উপত্যকা। জম্মু-কাশ্মীরে এবার অমরনাথগামী পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। পুলিশ সূত্রে খবর, সন্ত্রাসবাদীরে ছোঁড়া গুলির আঘাতে জখম হয়েছেন অন্তত ছয়জন যাত্রী। তাঁদের মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার পহেলগামের বাইসারান উপত্যকায় একদল পর্যটকের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে, সেই সময় ট্রেকিংয়ে যাওয়া পর্যটকদের উপর গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। 

জানা গিয়েছে, মঙ্গলবার পহেলগামে ঘুরতে আসা একদল পর্যটকের উপর হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলে অন্তত ১০ জন পর্যটক গুরুতর জখম হন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও সেনাবাহিনী। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। অন্যদিকে কে বা কারা এই হামলা চালালো তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে কাশ্মীর পুলিশ।

আরও জানা গিয়েছে, আহতদের মধ্যে তিনজন স্থানীয় বাসিন্দা এবং তিনজন রাজস্থানের বাসিন্দা। পর্যটকদের ভিড়েই মিশে ছিল জঙ্গিরা। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। ঘটনার পরই সেখানে পুলিশ ও সেনা পৌঁছালেও ততক্ষণে গা-ঢাকা দিয়ে ফেলে জঙ্গিরা।

অন্যদিকে পর্যটকদের জন্য জম্মু কাশ্মীরের অন্যতম আকর্ষণীয় বেড়ানোর জায়গা হল এই পহেলগাম। সারাবছরই এখানে দেশ-বিদেশের পর্যটকদের ভিড় লেগেই থাকে। অনেকে আবার এর নৈসর্গিক সৌন্দর্যের জন্য পহেলগামকে মিনি সুইজারল্যান্ডও বলে থাকেন। এবার সেখানেই ছক কষে হামাল চালাল জঙ্গিরা। যারফলে বারবার যেখানে উপত্যকায় শান্তি ফিরেছে বলে সওয়াল করা হয়, সেখানে এই ধরনের ঘটনায় ফের আরও একবার প্রশ্নের মুখে পড়ল কাশ্মীর পুলিশ-প্রশাসন।

প্রসঙ্গত, কাশ্মীরে ভোট উপলক্ষে গত কয়েক মাসে সেখানে রীতিমত চিরুনী তল্লাশি চালিয়ে জঙ্গিদের নিকেশ করে সেনা। সেখানে ফের পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায়, পাল্টা উত্তর দিচ্ছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।