প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম্মেন চাণ্ডি, ফিরে দেখা যাক এক বর্ণময় রাজনীতিবিদের ফেলে যাওয়া জীবনকে

৭৯ বছর বয়সে প্রয়াত হলেন ওম্মেন চাণ্ডি । ক্যানসারে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর হাসপাতালে প্রয়াত হন । তাঁকে শ্রদ্ধা জানান সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ।

/ Updated: Jul 18 2023, 12:10 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ছাত্র রাজনীতির মধ্যে দিয়েই রাজনীতিতে পা রেখেছিলেন ওম্মেন চাণ্ডি। সালটা ১৯৭০। সেই সময় তিনি কেরল যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এর আগে অবশ্য তিনি কেরল স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি ছিলেন ১৯৬৭ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত। 

ওম্মেন চাণ্ডি এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন যে তিনি একই জায়গা থেকে পাঁচ দশক ধরে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পুথুপপল্লি বিধানসভা থেকে ওম্মেন চাণ্ডি ১৯৭০, ১৯৭৭, ১৯৮০, ১৯৮২, ১৯৮৭, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৬, ২০১১, ২০১৬ এবং ২০২১ সালে বিধায়ক হয়েছিলেন। 

কেরলের মুখ্যমন্ত্রীর তখতে দুবার বসেছিলেন ওম্মেন চাণ্ডি। প্রথমবার ২০০৪ থেকে ২০০৬ এবং দ্বিতীয়বার ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত। ওম্মেন চাণ্ডির জন্ম কেরলের কোট্টায়াম জেলার পুথুপপল্লিতে। সালটা ছিল ১৯৪৩-এর ৩১ অক্টোবর। কোট্টায়ামের সিএমএস কলেজ থেকে প্রি-ইউনিভার্সিটি ডিগ্রি অর্জন করেছিলেন চাণ্ডি। এরপর অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন চাঙ্গেনাসেরির বার্চম্যান কলেজ থেকে। পরে এর্নাকুলামের সরকারি ল কলেজ থেকে এলএলবি-তে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেছিলেন। 

কেরলের মুখ্যমন্ত্রী কে করুণাকরণের আমলে ১১ এপ্রিল ১৯৭৭ সাল থেকে ২৫ এপ্রিল ১৯৭৭ সাল পর্যন্ত তিনি শ্রমমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। আবার পরবর্তী মুখ্যমন্ত্রী এ কে অ্যান্টনির নেতৃত্বে সেই শ্রমমন্ত্রীর দায়িত্ব পালন করেন ২৭ এপ্রিল ১৯৭৭ থেকে ২৭ অক্টোবর ১৯৭৮ সাল পর্যন্ত। এরপর ফের করুণাকরণের আমলে ২৮ ডিসেম্বর ১৯৮১ সাল থেকে ১৭ মার্চ ১৯৮২ সাল পর্যন্ত কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে আসিন ছিলেন চাণ্ডি। ২ জুলাই ১৯৯১ সালে কে করুণাকরণ ফের মুখ্যমন্ত্রী হলে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু, করুণাকরণকে কংগ্রেস রাজ্যসভায় প্রার্থী না করায় প্রতিবাদে ২২ জুন ১৯৯৪ সালে ইস্তফা দেন চাণ্ডি।  

এহেন চাণ্ডি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ১৮ জুলাই সকালে বেঙ্গালুরু-র এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওম্মেন চাণ্ডির মৃত্যুর খবর প্রথম সামনে আসে ফেসবুক পোস্ট থেকে। ছেলে চাণ্ডি ওম্মেন ফেসবুক পোস্টে বাবার মৃত্যুর খবর শেয়ার করেছিলেন। চাণ্ডির রেখে গিয়েছেন তাঁর স্ত্রী মারিয়াম এবং তিন সন্তান- আচু ওম্মেন, মারিয়া ওম্মেন এবং চাণ্ডি ওম্মেন-কে। চাণ্ডির প্রয়াণের খবরে শোক প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।