Operation Sindoor India: নিজের স্বামীর ঘাতকদের বদলা নিল ভারত। কান্নায় চোখ ভিজল শহিদ ঝন্টু আলী শেখের স্ত্রীর।
Operation Sindoor India: পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত একের পর এক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আর সকাল থেকে টিভির সামনে তারা বসে দেখছেন সেই খবর।
‘অপারেশন সিঁদুর’-এর (what is operation sindoor) সেই খবর দেখতে দেখতেই চোখ মুছলেন শাহনাজ পারভিন। দেশের গর্ব শহিদ ঝন্টু আলী শেখের স্ত্রী। তাঁর কথায়, “অবশেষে প্রত্যাঘাত হল।”
নদীয়া জেলার তেহট্টের অন্তর্গত পাথরঘাটা অঞ্চলের বাসিন্দা ছিলেন তিনি। ৬ প্যারা এসএফ-এ কর্মরত ঝন্টু আলী শেখের পরিবার আজ খুবই খুশি (india attack pakistan)। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পরেই উধমপুরে জঙ্গিদের বিরুদ্ধে সংঘর্ষে শহিদ হন তিনি। তাঁর দাদা এবং বৌদিও ভারতীয় সেনায় কর্মরত রয়েছেন। ঝন্টু আলী শেখের দাদা ভারতীয় সেনার সুবেদার পদে রয়েছেন। সেই রফিকুল শেখ বলেন, ভারতীয় সেনা ২৬ জনকে খুনের প্রতিশোধ নেওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছিল (operation sindoor press release)।
তিনি জানিয়েছেন, “ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাই। দেশের মানুষের আবেগ এবং মনের কষ্টকে মর্যাদা দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই (operation sindhoor)। পাকিস্তানে বেড়ে ওঠা সন্ত্রাসবাদকে ধ্বংস করার জন্য সেনাবাহিনী সবসময় আত্মবলিদানের জন্য প্রস্তুত। আমার ভাই ২৬ জন নিরীহ মানুষের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে শহীদ হয়েছে। আজ তো আসলে ভাইয়ের জয়ের দিন।”
প্রসঙ্গত, পহেলগাঁওতে ঘটে যাওয়া নৃশংস জঙ্গিহানার জবাব যে পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময়মতোই দেবে এবং পছন্দের স্থানে দেবে বলে নয়াদিল্লীর তরফ থেকে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল, তারই যেন বাস্তব রুপায়ণ হল মঙ্গলবার মাঝরাতn (operation sindoor india)।
অন্যদিকে, দেশের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, “আমাদের পদক্ষেপ একদম সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্ররোচনামূলক। পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি আমাদের তরফ থেকে। নির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে।”
আর এই পাল্টা আঘাতের পর রীতিমতো খুশি শহিদ ঝন্টু আলী শেখের পরিবারও (india strikes pakistan)। তাদের কথায়, ভারত সরকার এবং তাঁর সহকর্মীরা শহিদের মৃত্যুর সঠিক এবং উপযুক্ত প্রতিশোধ নিয়েছেন।
আর এই পুরো পরিকল্পনার পিছনে ছিল ‘র’। রীতিমতো গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলা চলে। মঙ্গলবার, মাঝরাতে মোট ৯টি জায়গায় আক্রমণ চালিয়েছে ভারতীয় নিরাপত্তাবাহিনী (sindoor operation)। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ‘অপারেশন সিঁদুর’-এর জন্য এই ৯টি জায়গাকেই নির্বাচন করে দিয়েছিল ভারতীয় গুপ্তচর সংস্থা ‘RAW’।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
