
Operation Sindoor : শত্রুর বুকে বজ্রাঘাত, পাকিস্তানকে চুরমার করল ভারতীয় সেনা! দেখুন
Operation Sindoor Latest Update : ৬ ও ৭ তারিখ রাতে ভারতীয় সেনাবাহিনী এক সাহসী ও কৌশলী অভিযান চালায়, যার কোডনাম ছিল ‘অপারেশন সিঁদুর’। সীমান্তবর্তী অঞ্চলে অবস্থানরত পাকিস্তানি সন্ত্রাসী সংগঠনগুলিকে লক্ষ্য করে এই অভিযান শুরু হয়।
Operation Sindoor Latest Update : গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী নির্দেশ পাওয়ার সাথে সাথেই তৎপর হয়ে ওঠে। আধুনিক প্রযুক্তি ও ভারী কামানসহ সামরিক সরঞ্জাম ব্যবহারে সজ্জিত ভারতীয় বাহিনী নির্দিষ্ট টার্গেটে আঘাত হানে। সেনার নিখুঁত হামলায় ধ্বংস হয় একাধিক জঙ্গি ঘাঁটি।
সেনা সূত্রে জানা গেছে, এই অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয় এবং তাদের ঘাঁটি চিরতরে গুঁড়িয়ে দেওয়া হয়। সেনাবাহিনী জানিয়েছে, ভবিষ্যতেও দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে এমন পাল্টা ব্যবস্থা অব্যাহত থাকবে।
‘অপারেশন সিঁদুর’ ভারতের কৌশলগত সক্ষমতার আরেকটি প্রমাণ, যা শত্রুপক্ষের প্রতি কড়া বার্তা পৌঁছে দিল।