এশিয়ানেট নিউজের দফতরে পুলিশি অভিযান, ষড়যন্ত্রমূলক বলে সমালোচনায় বিরোধী রাজনৈতিক দল
এশিয়ানেট নিউজ-এর উপর নক্কারজনক পুলিশি হানা, এই নিয়ে সোমবার কেরলে বিধানসভা শুরু থেকেই উত্তাল হয়ে ওঠে | পুলিশের এই নক্কারজনক তল্লাশি অভিযান গণতন্ত্রের উপরে আঘাত বলে মন্তব্য |
এশিয়ানেট নিউজ-এর উপর নক্কারজনক পুলিশি হানা | কোনও ধরনের ওয়ারেন্ট ছাড়াই পুলিশের তল্লাশি হয় | ৫ মার্চ কোজিকোড়ে এশিয়ানেট নিউজের দফতরে এই তল্লাশি | এর আগে ৪ ফেব্রুয়ারি কোচি-তে অফিসে ঢুকে এসএফআই-এর স্লোগান | এশিয়ানেট নিউজের দফতরে ঢুকে পড়েছিল এসএফআই-এর কর্মী ও সমর্থকরা | ড্রাগ মাফিয়াদের সঙ্গে এক দল নেতার যোগসাজোশ-এর বিরুদ্ধে খবর | এশিয়ানেট নিউজ লাগাতার সেই খবর তুলে ধরেছিল | এরপরই এশিয়ানেট নিউজের দফতরে উদ্দেশ্যপ্রণোদিত পুলিশি তল্লাশি | এই ঘটনার তীব্র প্রতিবাদ করে কেরলের বিরোধী রাজনৈতিক দলগুলি | এই নিয়ে সোমবার কেরলে বিধানসভা শুরু থেকেই উত্তাল হয়ে ওঠে | পুলিশের এই নক্কারজনক তল্লাশি অভিযান গণতন্ত্রের উপরে আঘাত বলে মন্তব্য | কেরলে সংবাদমাধ্যমের স্বাধীনতা জোর করে খর্ব করা হচ্ছে বলে অভিযোগ | বিরোধীরা পিনারাই বিজয়নের সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান দেয় | এরপরই বিরোধীরা কেরলের বিধানসভার কক্ষ ত্যাগ করে বেরিয়ে যায় |