
Mehbooba Mufti : 'ট্রাম্প, বিশ্বের জন্য বিপদ ঘণ্টা' ইরানের পাশে দাঁড়িয়ে মন্তব্য মেহবুবা মুফতির
Mehbooba Mufti : মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ফের চড়ছে। রক্তক্ষয়ী সংঘর্ষের পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির আহ্বান জানান। কিন্তু সেই আবেদন উপেক্ষা করে ইরান আবারও ইজরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
Mehbooba Mufti : মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ফের চড়ছে। রক্তক্ষয়ী সংঘর্ষের পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির আহ্বান জানান। কিন্তু সেই আবেদন উপেক্ষা করে ইরান আবারও ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিকে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তাঁর এই মন্তব্য নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই প্রেক্ষিতে মুখ খুলেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির (PDP) নেত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে এই রক্তপাত শুধু একটি অঞ্চল নয়, গোটা বিশ্বের শান্তিকে প্রশ্নের মুখে ফেলেছে।” আন্তর্জাতিক কূটনৈতিক মহল এখন উদ্বিগ্ন – এই সংঘাত কী আদৌ থামবে, না কি আরও বৃহত্তর যুদ্ধের দিকে এগোবে পরিস্থিতি?