- Home
- India News
- 8th Pay Commission: পেনশনভোগীদের জন্য জোড়া সুখবর, পেনশন বৃদ্ধির সঙ্গে বদল আসছে কমিউটেড পেনশন নিয়মে
8th Pay Commission: পেনশনভোগীদের জন্য জোড়া সুখবর, পেনশন বৃদ্ধির সঙ্গে বদল আসছে কমিউটেড পেনশন নিয়মে
অষ্টম পে কমিশন ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এবং ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। কমিউটেড পেনশন নিয়মে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, সময়কাল ১৫ বছর থেকে কমিয়ে ১২ বছর করা হতে পারে। নূন্যতম বেতন ২৭ হাজার টাকা হতে পারে।

চলতি বছরের শুরুতেই ঘোষণা হয়েছে অষ্টম পে কমিশনের। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই পে কমিশন।
নতুন পে কমিশন কার্যকর হলে দেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছাড়াও ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। বাড়বে সকলেরই আয়।
অষ্টম পে কমিশন কার্যকর হলে কর্মীদের যে কত পরিমাণ বেতন বাড়তে পারে তা নিয়ে নানান খবর মিলেছে আগেই। এবার প্রকাশ্যে এল পেনশনভোগীদের কথা।
প্রকাশ্য আসা তথ্য বলছে অষ্টম পে কমিশন কার্যকর হলে শুধু যে পেনশন ভোগীদের আয় বাড়বে তা নয়, সঙ্গে বদল আসছে কমিউটেড পেনশন নিয়মে। সব মিলিয়ে জোড়া সুখবর পেনশনভোগীদের জন্য।
জানা যাচ্ছে, কমিউটেড পেনশন নিয়মে পরিবর্তন আসার সম্ভাবনা আছা প্রবল। অষ্টম পে কমিশন সুপারিশ হচ্ছে এমনটাই।
সুপারিশ অনুসারে, পেনশনভোগীরা যে সময়ের জন্য তাদের পেনশনের একটি অংশ কমিউট করেন সেই সময়কাল ১৫ বছর থেকে কমিয়ে ১২ বছর করা হোক। এর ফলে অনেক বেশি পেনশনভোগী দ্রুত তাদের পেনশন ফেরত পাবেন।
কমিউটেড পেনশন হল, পেনশনভোগীরা তাদের মাসিক পেনশন থেকে একটা অংশ এককালীন তুলে নিয়ে পারেন। এই সুবিধাটি ১৫ বছরের জন্য পাওয়া যায়। এরপর আবার পুরো পেনশন চালু হয়।
অষ্টম পে কমিশন কার্যকর হলে, এই কমিউটেড পেনশনের সময় ১৫ থেকে ১২ বছর করা হতে পারে।
এরই সঙ্গে বাড়বে বেতন। শোনা যাচ্ছে, নূন্যতম বেতন হবে ২৭ হাজার টাকা। ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে বাড়বে পেনশন।
তবে, আপাতত কোনও ঘোষণাই হয়নি সরকারের পক্ষ থেকে। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন।

