সংক্ষিপ্ত
ম্যাগি ন্যুডলসে ক্ষতিকারক পদার্থ থাকার অভিযোগ নতুন নয়। এবার উত্তরপ্রদেশের পিলিভিটে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে ম্যাগি ন্যুডলস নিয়ে ফের অভিযোগ উঠল।
উত্তরপ্রদেশের পিলিভিটে ভয়ঙ্কর ঘটনা। ম্যাগি ন্যুডলস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল। শিশুটির পরিবারের ৬ জন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সবারই চিকিৎসা চলছে। পরিবারের সবাই একসঙ্গে ম্যাগি ন্যুডলস খান। এরপরেই তাঁদের বমি শুরু হয়। পেটের গোলমাল শুরু হয় বলেও জানা গিয়েছে। পিলিভিটের কোতোয়ালি অঞ্চলের রাহুল নগরের চান্দিয়া হাজারা গ্রামের এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। ম্যাগি ন্যুডলসের গুণগত মান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। শুধু শিশুরাই নয়, সব বয়সের মানুষই ম্যাগি ন্যুডলস খান। ফলে সবারই শারীরিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কয়েক বছর আগেও ম্যাগিতে সীসা, আজিনা মোটোর মতো ক্ষতিকারক পদার্থ আছে বলে অভিযোগ ওঠে। যদিও ম্যাগি প্রস্তুতকারক সংস্থা নেসলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়। কিন্তু উত্তরপ্রদেশের এই ঘটনায় ফের কাঠগড়ায় ম্যাগি।
খাদ্যে বিষক্রিয়ার ভয়ঙ্কর পরিণতি
পুরাণপুরের স্বাস্থ্যকেন্দ্রে ম্যাগি খেয়ে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের চিকিৎসা চলছে। চিকিৎসক রশিদ জানিয়েছেন, ‘যাঁরা অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা গিয়েছে। ম্যাগি ন্যুডলস খাওয়ার পরেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।’
শিশুমৃত্যুতে শোকের ছায়া
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম রোহন। সে ভাতের সঙ্গে ম্যাগি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির দাদু মণিরাজ, তাঁর মেয়ে সীমা, তাঁর স্বামী সোনু, তাঁদের সন্তান রোহন, বিবেক ও সন্ধ্যা একসঙ্গে ম্যাগি ন্যুডলস খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে। তাঁদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত শিশু রোহনের ভাই বিবেকের অবস্থাও আশঙ্কাজনক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Viral Video: কিলো দরে ঠেলাগাড়িতে বিক্রি হচ্ছে ম্যাগি, দেখুন সেই ভিডিও
Adulterated Spices: কলকাতা থেকে জেলাগুলিতে ছড়িয়ে পড়ছে ভেজাল মশলা, খাবার পাতে বিষ