সংক্ষিপ্ত
চার দিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নীতি আয়োগের বৈঠকেও যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। তার আগে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রায় ৪৫ মিনিট ধরে চলে মোদী-মমতা বৈঠক।
প্রায় ৪৫ মিনিটের একান্ত বৈঠকের পর প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিপুল বকেয়া টাকা ও জিএসটি বাবদ রাজ্যের পাওনা টাকার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতেই এই বৈঠক বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে। তবে বিরোধীরা যদিও এই বৈঠক কে রাজ্যের সিবিআই, ইডি তদন্ত আড়াল করার বৈঠক বলে কটাক্ষ করেছেন। যদিও এই অভিযোগ খারিজ করেছে তৃণমূল। বৈঠকে কী আলোচনা হয়েছে সেই বিষয় এখনও পরিষ্কার ভাবে না জানা গেলেও বৈঠকের সময়সীমা দেখে আলোচনা ইতিবাচক হয়েছে বলেই মনে করা হচ্ছে।
চার দিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নীতি আয়োগের বৈঠকেও যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। তার আগে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রায় ৪৫ মিনিট ধরে চলে মোদী-মমতা বৈঠক। বৈঠকে রাজ্যের বিপুল বকেয়া টাকার দাবি তুলবেন বলে জানানো হয়েছে। এছাড়াও জিএসটি বাবদ পাওনা অর্থের কথাও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন বলে জানানো হয়েছে। বিরোধীরা অবশ্য এই সাক্ষাৎকে রাজ্যে ইডি, সিবিআই তদন্ত আড়াল করার ‘আঁতাত’ বলেই কটাক্ষ করেছেন। দলের পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে এবং এই সাক্ষাৎ সম্পূর্ণ প্রশাসনিক সাক্ষাৎ ব্লেই দাবি করা হয়েছে।
বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রীর দরতরের তরফে টুইটারে বৈঠকের ছবি পোস্ট করা হয়েছিল। সেই ছবিতে প্রধানমন্ত্রীর পাশের টেবিলে একটি হলুদ গোলাপের তোড়া দেখা গিয়েছে। মনে করা হচ্ছে বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রীর হাতে এই ফুলের তোড়া তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন - উপরাষ্ট্রপতি নির্বাচনের আবহে দিল্লি সফরে মমতা, দেখা করতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে
প্রায় ৪৫ মিনিটের বৈঠকের পর সেভেন রেসকোর্স প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরোন মমতা। এই বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট না জানা গেলেও রাজনৈতিক বিশ্নেষকদের একাংশ মনে করছে রাজ্যের বকেয়া অর্থ ছাড়াও মূল্যবৃদ্ধি প্রসঙ্গেও এই বৈঠকে আলোচনা করা হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া অর্থের পরিমাণ ৯৬ হাজার কোটি টাকা। রাজ্যের আবাস যোজনা, সরক যোজনার কাজ অর্থের অভাবে আটকে আছে।
আরও পড়ুন - মানুষকে বুঝিয়ে দিন মমতার সঙ্গে কোনো গোপন বোঝাপড়া নেই; মোদীকে পরামর্শ তথাগত রায়ের
৭ অগাস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। দিল্লি সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।