সংক্ষিপ্ত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, তাঁর জনসভায় বিপুল মানুষের উপস্থিতি ইঙ্গিত দেয় এখনও পর্যন্ত রাজ্য বিজেপির জয় নিশ্চিত।
মঙ্গলবার মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে শেষ প্রচারের পরপর চারটি জনসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যেকটি জনসভা থেকেই কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেন তিনি। তাঁর নিশানায় ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী জানিয়ে দেন বুধবার দেশের আদিবাসীদের কল্যাণের জন্য ২৪০০০ কোটি টাকার একটি প্রকল্প চালু করবে। এই দিনই গোটা দেশ ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উদযাপন করবে। আগামী ১৭ নভেম্বর মধ্য প্রদেশে বিধানসভা নির্বাচন। মূল প্রতিপক্ষ কংগ্রেস ও বিজেপি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, তাঁর জনসভায় বিপুল মানুষের উপস্থিতি ইঙ্গিত দেয় এখনও পর্যন্ত রাজ্য বিজেপির জয় নিশ্চিত। তিনি মধ্য প্রদেশের জনগণের মধ্যে বিজেপির প্রচি আস্থা ও স্নেহ দেখতে পাচ্ছেন। আর কংগ্রেস নির্বাচনের আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে বলেও দাবি করেন। এদিনও মোদী কেন্দ্রীয় প্রকল্পগুলির কথা ও নিজের কাজের ঢালাও প্রচার করেন।
বেতুলে বিজেপির সভা থেকে মোদী বলেন, 'কংগ্রেসজানে না মোদী কোনও মাটির তৈরি। ওরা বলেছিল কোনও তিনই তিন তালাক বন্ধ করা যাবে না, কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করা যাবে না, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা যাবে না। কিন্তু আমি সব কাজ করে দেখিয়েছি। দেশের মানুষ জানে মোদী মানেই প্রতিশ্রুতি পুরণের গ্যারেন্টি।'
এদিন মোদী রাহুলের মন্তব্য নিয়েও তাঁকে কটাক্ষ করেন, তিনি বলেন, 'মুর্খদের সর্দার জানেনই না মোবাইল উৎপাদনে ভারতের স্থান বিশ্বে দ্বিতীয়। ভারত এখন এক লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের মোবাইল ফোন তৈরি করে।' সম্প্রতি রাহুল গান্ধী বলেছেন, মেক ইন ইন্ডিয়া স্লোগান দিচ্ছে কেন্দ্র সরকার আর দেশের মানুষের হাতে চিনা মোবাইল রয়েছে। মোদী এদিন বলেন কংগ্রেস অনুন্নয়ন আর সর্বনাশের সমার্থক। আদিবাসীদের জন্য কোনও কাজ কংগ্রেস করেনি বলেও দাবি করেন তিনি।
আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশের ২৩০টি বিধানসভার সবকটি আসনে একসঙ্গে ভোটগ্রহণ হবে। এদিন শেষ প্রচারে রাজ্যে হাজির ছিলেন অমিত শাহ।