সংক্ষিপ্ত
২০২২ সালের জুন মাসে কেন্দ্র সরকার ঘোষণা করেছিল যে, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে মাত্র দেড় বছরের মধ্যে ১০ লক্ষ প্রার্থীকে নিয়োগ করার লক্ষ্য রেখেছেন মোদী। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই দেশে আয়োজিত হচ্ছে ‘রোজগার মেলা’।
ভারতে প্রধানমন্ত্রীর পদে ক্ষমতায় এলে দেশের বেকার যুবক যুবতীকে বছরে ২ কোটি চাকরির সুযোগ করে দেবেন বলে প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে বার বার কর্মসংস্থান নিয়ে মোদী সরকারকে নিশানা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বড়সড় কর্ম সংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাঁর দেড় বছরের মধ্যে ১০ লক্ষ নিয়োগ করার সেই প্রতিশ্রুতি পূরণ করতে দেশে এবার ‘রোজগার মেলা’ শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হিমাচল প্রদেশ ও গুজরাত রাজ্যের নির্বাচন আসন্ন। দেড় বছর বাদেই রয়েছে লোকসভা নির্বাচন। সব দিক থেকে রাজনীতির ময়দানে এই সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই পরিস্থিতিতে কর্মসংস্থান নিয়ে নরেন্দ্র মোদীর এই উদ্যোগ রাজনৈতিক দিক থেকেও উচ্চ মাত্রা পেয়েছে। বারংবার নির্বাচনের আগেই তাঁর কর্ম সংস্থানের প্রতিশ্রুতি নিয়ে তীব্র কটাক্ষ হেনেছে বিরোধী শিবির।
শনিবার থেকে এই নিয়োগের কাজ শুরু করা হবে বলে জানা গেছে। সূত্রের খবর, এই উদ্যোগ মারফৎ ৭৫ হাজারেরও বেশি মনোনীত প্রার্থীকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে। নব নিয়োজিত সরকারি কর্মীদের উদ্দেশে বিশেষ বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী। তাঁর দফতর থেকে এ কথা ঘোষিত হয়েছে।
এই প্রসঙ্গে নরেন্দ্র মোদীর দফতর থেকে জানানো হয়েছে, ‘‘দেশের যুবকদের চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তা পূরণ করতে এটা এক উল্লেখযোগ্য পদক্ষেপ।’’ ২০২২ সালের জুন মাসে কেন্দ্র সরকার ঘোষণা করেছিল যে, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে দেড় বছরের মধ্যে ১০ লক্ষ প্রার্থীকে নিয়োগ করার লক্ষ্য রেখেছেন মোদী। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই দেশে আয়োজিত হচ্ছে ‘রোজগার মেলা’।
সামনেই রয়েছে গুজরাত, হিমাচল প্রদেশের ভোট। দেড় বছর পরেই এসে পড়বে লোকসভা নির্বাচনও। ২০২৪ সালের আগে দেশের বেকার সমস্যা নিবারণ ও কর্মসংস্থান নিয়ে কেন্দ্রের শাসক মণ্ডলীর ভাবমূর্তি উজ্জ্বল করতেই ‘রোজগার মেলা’-র আয়োজন করেছে মোদী সরকার, এই অভিযোগে জোরালো আওয়াজ তুলেছে বিরোধী গোষ্ঠীগুলি। বৃহস্পতিবার, কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদীকে কটাক্ষ করে টুইট বার্তায় জানিয়েছেন, ‘‘নিজের দুই ধনী বন্ধুকে বিশ্বের সব থেকে ধনী করে তোলার অন্ধ প্রচেষ্টায় ভারতের কর্মসংস্থান তৈরির শিল্পকে খোঁড়া করে দিয়েছেন।’’
আরও পড়ুন-
টাকার দাম কমে লাফ দিয়ে বেড়ে গেল ডলারের দর, ভারতে আরও বাড়বে জিনিসপত্রের দাম?
রাতের অন্ধকারে ১৪৪ ধারায় খালি হয়ে গেল সল্টলেকের প্রতিবাদস্থল, টেনে হিঁচড়ে তুলে দেওয়া হল টেট উত্তীর্ণদের
একাধিক খুন ধর্ষণে অভিযুক্ত রাম রহিম সিং, তাঁরই ‘সৎসঙ্গে’ ভিড় জমালেন বিজেপি নেতারা!