PM Modi: মারাদোনা-মেসির দেশে রবীন্দ্রনাথের মূর্তিতে প্রণাম প্রধানমন্ত্রীর
PM Modi in Argentina: বাংলায় যেমন লিওনেল মেসি (Lionel Messi), দিয়েগো মারাদোনার (Diego Maradona) মূর্তি আছে, তেমনই বুয়েনস আইরেসে (Buenos Aires) রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) মূর্তি আছে। সেই মূর্তিতে মাল্যদান করলেন প্রধানমন্ত্রী।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ প্রধানমন্ত্রীর
আর্জেন্টিনা সফরে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বুয়েনস আইরেসে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানালাম। গুরুদেব ১৯২৪ সালে আর্জেন্টিনা সফর করেছিলেন এবং তাঁর এই সফর, বহু মানুষ, বিশেষত: শিক্ষাবিদ ও ছাত্রছাত্রীদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। ভারতবর্ষে আমরা, আমাদের জাতির ইতিহাস ও সংস্কৃতিতে গুরুদেবের অবদানের বিষয়ে গর্বিত। শিক্ষা ও জ্ঞানলাভের বিষয়ে তাঁর গুরুত্ব আরোপও বিশেষ প্রেরণাদায়ক।’
বুয়েনস আইরেস সফরে মহাত্মা গান্ধীর প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী
বুয়েনস আইরেসে মহাত্মা গান্ধীরও মূর্তি আছে। সেখানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আর্জেন্টিনায় ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে
আর্জেন্টিনায় অনেক ভারতীয়র বাস। তাঁদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীকে দেখে আর্জেন্টিনায় থাকা ভারতীয়রা উচ্ছ্বসিত হয়ে ওঠেন
প্রধানমন্ত্রী বুয়েনস আইরেসে পৌঁছনোর পর তাঁকে অভ্যর্থনা জানান সেখানে থাকা ভারতীয়রা।
আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে বুয়েনস আইরেসের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন মোদী
ভারতের প্রধানমন্ত্রীকে বুয়েনস আইরেসের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখান আর্জেন্টিনার প্রেসিডেন্ট।
বুয়েনস আইরেসে উচ্চ পর্যায়ের বৈঠকেও যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বুয়েনস আইরেসে ভারত ও আর্জেন্টিনার প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয়। এই বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ের মিলেইয়ের সঙ্গে আলাপচারিতা সারেন প্রধানমন্ত্রী
বুয়েনস আইরেসে ভারত ও আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধানের মধ্যে একান্ত আলাপচারিতা দেখা যায়।
প্রধানমন্ত্রী মোদীর আর্জেন্টিনা সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে বলে জানা গিয়েছে
আর্জেন্টিনা সফরে গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুয়েনস আইরেসে আর্জেন্টিনার জাতীয় নায়কের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী
আর্জেন্টিনার জাতীয় নায়ক হিসেবে পরিচিত জেনারেল হোসে ডে মার্টিনের প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
বুয়েনস আইরেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ সম্মান জানানো হয়
বুয়েনস আইরেস সরকারের পক্ষ থেকে শহরের প্রতীকি চাবি দিয়ে প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়।

