সংক্ষিপ্ত
- আজ দেশ জুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব
- করোনা ভাইরাসের কারণে হোলির অনুষ্ঠানে নেই মোদী
- তবে ট্যুইটারে সকলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতিও
এদেশে লাফিয় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারজন্য গত সপ্তাহেই প্রধানমন্ত্রী জানিয়েদিয়েছেন এবছর হোলির কোনও অনুষ্ঠানে তিনি অংশ নেবেন না। তবে হোলির দিন সকালে ট্যুইটারে সকলকে হোলির শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর মতই হোলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। হিন্দি এবং ইংরেজিতে লেখা শুভেচ্ছাবার্তা নিজের ট্যুইটারে এদিন পোস্ট করেছেন রাষ্ট্রপতি।
এবছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রীর মত হোলির কোনও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে হোলির দিন সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি স্বরাষ্ট্রমন্ত্রীও।
হোলিতে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।