অটলবিহারী বাজপেয়ীর ৯৬তম জন্মবার্ষিকী
শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রকাশ করলেন দুর্দান্ত এক গ্রন্থও
স্মরণ করলেন মদনমোহন মালব্যকেও
শুক্রবার (২৫ ডিসেম্বর), প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ৯৬তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন ভারত অটলবিহারী বাজপেয়ীর প্রচেষ্টা সর্বদা স্মরণ করবে। টুইট করেন, 'তাঁর দূরদর্শী নেতৃত্ব দেশকে উন্নয়নের অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গিয়েছে'।
Delhi: Prime Minister Narendra Modi pays floral tribute to former PM Atal Bihari Vajpayee on his 96th birth anniversary pic.twitter.com/6dcJhfBWUL
— ANI (@ANI) December 25, 2020
এদিন সকালে 'সদৈব অটল' অর্থাৎ অটলবিহারী বাজপেয়ীর স্মারকে পুষ্পার্ঘ দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধা জানান কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারমণ এবং পীযূষ গয়াল-ও।
प्रधानमंत्री श्री @narendramodi ने भारत के पूर्व प्रधानमंत्री, भारत रत्न श्री अटल बिहारी वाजपेयी द्वारा संसद में दिए गए उद्बोधनों पर आधारित पुस्तक 'Atal Bihari Vajpayee in Parliament : A Commemorative Volume' का विमोचन किया। pic.twitter.com/ijA693rbjJ
— Babul Supriyo (@SuPriyoBabul) December 25, 2020
অটলবিহারী বাজপেয়ীর স্মরণে বিজেপি সরকার ২৫ ডিসেম্বর তারিখটিকে 'সুশাসন দিবস' হিসাবে পালন করে। প্রধানমন্ত্রী মোদী এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে সংসদে 'অটল বিহারী বাজপেয়ী ইন পার্লামেন্ট: আ কোমেমোরেটিভ ভলিউম' নামে একটি গ্রন্থও প্রকাশ করেন। লোকসভা সচিবালয় থেকে এই গ্রন্থটি প্রকাশ করা হল। এতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপরেয়ীর জীবন ও কাজকে তুলে ধরা হয়েছে। সংসদে তাঁর উল্লেখযোগ্য বক্তৃতাগুলিও নথিবদ্ধ করা হয়েছে এই গ্রন্থে। এছাড়া বইটিতে তাঁর জীবনের বেশ কিছু বিরল ছবিও রয়েছে।
Delhi: Prime Minister Narendra Modi and other parliamentarians pay floral tribute to Bharat Ratna awardee Pandit Madan Mohan Malaviya and former PM Atal Bihari Vajpayee on their birth anniversaries, at Central Hall in the Parliament pic.twitter.com/OQH3GZsFW9
— ANI (@ANI) December 25, 2020
এদিন, একইসঙ্গে ভারতরত্ন পণ্ডিত মদনমোহন মালব্য-রও জন্মবার্ষিকী। সংসদে সেন্ট্রাল হলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য সাংসদরা পন্ডিত মদনমোহন মালব্য এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পণ্ডিত মালব্যকে স্মরণ করে নরেন্দ্র মোদী টুইট করে বলেন, 'তিনি তাঁর সম্পূর্ণ জীবন সমাজ সংস্কার ও দেশের সেবায় উত্সর্গ করেছিলেন। দেশের জন্য তাঁর অবদান পরবর্তী প্রজন্মদের অনুপ্রাণিত করবে'।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 25, 2020, 12:30 PM IST