সংক্ষিপ্ত
পিয়ানো বাজানোর এবং গায়কের সুরকে নির্ভুলভাবে অনুসরণ করে সাবলীলভাবে পিয়ানো বাজাতে দেখা গিয়েছে মেয়েটিকে। ভিডিওটি প্রথমে টুইটারে অনন্ত কুমার শেয়ার করেছিলেন। দ্রুত ভাইরাল হয়ে যায় সেটি। এমনকি প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টি আকর্ষণ করে সেটি।
প্রতিদিন খুন-জখম-রাহাজানি আর যুদ্ধের খবরে ক্লান্ত মানুষ। কিন্তু তারই মধ্যে কিছু খবর আমাদের মন ছুঁয়ে যায়, মুখে হাসি আনে। বাঁচার আশ্বাস দেয়, এই ভিডিওটা সেরকমই একটা ভিডিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভিডিওটি শেয়ার করেছেন। লিখেছেন এই ভিডিও নিশ্চিতভাবেই সবার মুখে হাসি আনবে। ভিডিওতে দেখা গিয়েছে পল্লবগালা পল্লবীয়ালি গানটি মায়ের সঙ্গে গাইছে এক ছোট্ট মেয়ে। তার সঙ্গে পিয়ানো বাজাচ্ছে মেয়েটি। এক হাতে সাবলীলভাবে পিয়ানো বাজাচ্ছে শাল্মলী। এই ভিডিওটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ হাজার হাজার মানুষের মন জয় করেছে।
পিয়ানো বাজানোর এবং গায়কের সুরকে নির্ভুলভাবে অনুসরণ করে সাবলীলভাবে পিয়ানো বাজাতে দেখা গিয়েছে মেয়েটিকে। ভিডিওটি প্রথমে টুইটারে অনন্ত কুমার শেয়ার করেছিলেন। দ্রুত ভাইরাল হয়ে যায় সেটি। এমনকি প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টি আকর্ষণ করে সেটি। এরপর তিনিও তাঁর টুইটার হ্যান্ডেলে সেটি শেয়ার করেছিলেন। কচি সংগীতশিল্পীর অসাধারণ প্রতিভা এবং সৃজনশীলতার প্রশংসা করেছিলেন মোদী। প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, "এই ভিডিওটি সবার মুখে হাসি ফোটাতে পারে। অসাধারণ প্রতিভা এবং সৃজনশীলতা। শাল্মলীর জন্য শুভকামনা!"
কন্নড় কবি কে এস নরসিংহ স্বামীর লেখা পল্লবগালা পল্লবিয়ালি গানটির সুর ও গায়কী গোটা বিশ্বের মানুষ পছন্দ করেছে। ছোট্ট মেয়েটিকে মায়ের অসাধারণ গায়কীর সঙ্গে নিখুঁত সুরে পিয়ানো বাজাতে দেখে ধন্য ধন্য করছেন নেটিজেনরা। তাঁরা মন্ত্রমুগ্ধ।
ছোট্ট মেয়েটির ভাইরাল ভিডিওটি দেখুন কীভাবে সে তার মায়ের গানের সঙ্গে পিয়ানো বাজাচ্ছে-
ভিডিওটি ২.৭ মিলিয়ন ভিউ এবং ১৮ হাজার লাইক পেয়েছে এবং এটি সারা বিশ্বের মানুষের হৃদয় স্পর্শ করছে। ভিডিওটির মন্তব্য বিভাগটি এই ক্ষুদে পিয়ানোবাদকের জন্য ভালবাসা এবং প্রশংসায় ভরা। শ্রোতারা তার অসাধারণ প্রতিভা দেখে বিস্মিত হয়েছেন এবং মন্তব্যে তাকে ভালোবাসা জানিয়েছেন ও প্রশংসা করেছেন।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, "অপূর্ব লাগল। আমার মেয়েও একটু পরীক্ষা-নিরীক্ষার পর যেকোনো গানের সঠিক নোট খুঁজে পেতে সক্ষম হয় এবং সে সঠিক সুর নিয়ে আসে।" অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "শিশুটি নিষ্পাপ, তার মায়ের কণ্ঠও সমান মন্ত্রমুগ্ধ।" তৃতীয় একজন বলেছেন, "খুব সুন্দর। গানের কথাগুলো সুন্দর।"
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।