সংক্ষিপ্ত
- প্রধানমন্ত্রীর 'স্ট্রংম্যান ইমেজ' ডোবাচ্ছে ভারতকে
- ফের একবার মোদীকে আক্রমণ কংগ্রেস নেতা রাহুলের
- ট্যুইটারে প্রধানমন্ত্রীকে নিশানা করে ভিডিও পোস্ট
- ক্ষমতায় আসতে নিজের মিথ্যে ভাবমূর্তি তৈরি করেন মোদী
চিন ও ভারতের মধ্যে লাদাখ সীমান্ত নিয়ে তৈরি হওয়া উত্তেজনা এখন কিছুটা হলেও প্রশমিত। দুই দেশই সামরিক পর্যায়ে বৈঠকে বসেছে। যেখানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরাতে রাজি হয়েছে দুটি রাষ্ট্রই। তবে এখনও ভারতীয় ভূখণ্ডের ৮ কিলোমিটর এলাকা চিনের লাল ফৌজ দখল করে রেখেছে বলে রবিবারই কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়। সেই অভিযোগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ফের একবার নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
এবার অবশ্য প্রাক্তন কংগ্রেস সভাপতির নিশানায় মোদীর ইমেজ। ট্যুইটারে প্রধানমন্ত্রীকে নিশানা করে রাহুলের অভিযোগ, ক্ষমতায় আসতে নিজের মিথ্যে ভাবমূর্তি তৈরি করেছিলেন নরেন্দ্র মোদী৷
সোমবার সকালে একটি ভিডিও বার্তা প্রকাশ করতে দেখা যায় কংগ্রেস নেতাকে। সেখানেই রাহুল অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্বশক্তিমান ইমেজই দেশের সর্বনাশ ডেকে আনছে। ট্যুইটারে রাহুল বলেন, 'ক্ষমতায় আসার জন্য নিজেকে শক্তিশালী দেখাতে মিথ্যে ভাবমূর্তি তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী৷ যা তাঁর সবথেকে বড় শক্তি ছিল৷ কিন্তু এখন সেটাই দেশের সবথেকে বড় দুর্বলতা৷'
লাদাখে ভারত ও চিনা সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈন্যের প্রাণহানির কথাও তাঁর ভিডিয়ো বার্তায় উল্লেখ করেছেন রাগা। মিনিটে দুয়েকের ভিডিয়োতে রাহুলকে বলতে শোনা যায়, 'কেন্দ্রীয় সরকার কাপুরুষের মতো আচরণ করছে। এর জন্য দেশকে বড় মূল্য চোকাতে হবে।' চিন গোটা পৃথিবীকে নিজেদের মতো করে গড়তে চাইছে বলে ভিডিয়োয় বলতে শোনা যায় রাহুল গান্ধীকে।
রাহুল চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির জন্য প্রধানমন্ত্রী মোদীকেই দায়ী করেন। তাঁকে বলতে শোনা যায়, লাদাখে যা ঘটেছে তাকে সীমান্ত সমস্যা বললে ভুল হবে। চিন স্ট্র্যাটেজি ছাড়া কোনও পদক্ষেপ করে না। এলএসির একাধিক এলাকায় চিনা বাহিনী আস্ফালন শুরু করেছে। কেন হঠাৎ করে বেজিংয়ের এই পদক্ষেপ সেটা ভেবে দেখা উচিত। পাকিস্তানের সঙ্গে চিনের সুস্পর্ক নিয়েও রাহুল নিজের ভিডিওতে কথা বলেন।
তবে শুধু চিন- ভারত সীমান্ত উত্তেজনাই নয়, দেশের করোনা পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে নিয়মিত আক্রমণ করছেন রাহুল ৷ গত রবিবারও ট্যুইটারে তিনি অভিযোগ করেন, ভারতে করোনায় মৃতের সংখ্যা নিয়ে মিথ্যে তথ্য দেওয়া হচ্ছে৷ কটাক্ষ করে বলেন, মিথ্যাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বিজেপি৷
এ দিনের আক্রমণের জন্য অবশ্য রাহুল গান্ধিকে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা৷ রাহুলের অভিযোগকে তথ্যগত ভাবে দুর্বল বলে দাবি করেছেন বিজেপি সভাপতি৷ পাশাপাশি তাঁর অভিযোগ, প্রতিরক্ষা এবং বিদেশ নীতির মতো বিষয় নিয়েও রাজনীতি করার চেষ্টা করছে কংগ্রেস৷ রাহুল গান্ধি এবং কংগ্রেসকে আক্রমণ করে নাড্ডা ট্যুইটারে লেখেন, 'এর থেকেই বোঝা যায় কীভাবে ১৯৬২ সালে করা নিজেদের পাপ মুছে ফেলত মরিয়া হয়ে উঠেছে একটি পরিবার এবং দেশকে দুর্বল করার চেষ্টা করছে৷'
আরও পড়ুন: করোনায় সবচেয়ে বেশি সুস্থতার হার ভারতের, বিশ্বমঞ্চে এবার সগর্বে দেশের জয়গান মোদীর
এদিকে প্রধানমন্ত্রী ইমেজ নিয়ে রাহুল প্রশ্ন তুলতেই বসে থাকেনি বিজেপি শিবির। দলের সবাপতি জে পি নাড্ডা রাহুলের অভিযোগককে তথ্যগত ভাবে দুর্বল বলে দাবি করেছেন ৷
পাশাপাশি নাড্ডার অভিযোগ, প্রতিরক্ষা এবং বিদেশ নীতির মতো বিষয় নিয়েও রাজনীতি করার চেষ্টা করছে কংগ্রেস৷ রাহুল গান্ধি এবং কংগ্রেসকে আক্রমণ করে নাড্ডা ট্যুইটা করেন, 'এর থেকেই বোঝা যায় কীভাবে ১৯৬২ সালে করা নিজেদের পাপ মুছে ফেলত মরিয়া হয়ে উঠেছে একটি পরিবার এবং দেশকে দুর্বল করার চেষ্টা করছে৷'