সংক্ষিপ্ত
- প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ
- দিল্লির রাজনৈতিক ব্যক্তিত্বরা শোকস্তব্ধ
- নেপালের প্রধানমন্ত্রীও শোক প্রকাশ করেন
কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর রাজনীতির আঙিনায় পা রাখার রূপরেখা তৈরি করেছিলেন নিজের হাতে। সীতারাম কেশরী পরবর্তী জমানায় সনিয়া গান্ধীর পরামর্শদাতারদের মধ্যে প্রণব মুখোপাধ্য়ায় ছিলেন অন্যতম। কিন্তু তাঁকে সরিয়েই প্রধানমন্ত্রী হিসেহে মনমোহন সিংহকেই বেছে নেন সনিয়া গান্ধী। তারপরেও তিনি থেকে গিয়েছিলেন কংগ্রেস ম্যান। দলের বিরুদ্ধে কখনই তেমন কোনও মন্তব্য় করতে শোনা যায়নি প্রণব মুখোপাধ্যায়। কিন্তু তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। তিনি বলেন কংগ্রেস একজন বড় নেতাকে হারাল।
প্রয়াত প্রণব মুখোপাধ্যায়, দেখুন ভিডিও স্টোরি-
লোকসভার স্পিকার ওম বিড়লা রাজনৈতিক মতপার্থক্য ভুলে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি বলেন, ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবনকে আলাদা করতে জানতেন প্রণব মুখোপাধ্যায়। একই সঙ্গে তিনি ছিলেন দক্ষ প্রশাসক।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি বলেন, নেপাল একজন প্রকৃত বন্ধুকে হারাল।
ভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হলেও সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিও প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
প্রয়াত প্রণব মুখোপাধ্যায়, দেখুন ভিডিও স্টোরি-