সংক্ষিপ্ত

লোকসভা নির্বাচনের মধ্যেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জঙ্গি হামলা নিয়ে রাজনীতি শুরু হয়েছে। তবে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভারতীয় বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২ পাকিস্তানি জঙ্গির ছবি প্রকাশ করা হল। জঙ্গিদের সন্ধান দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছে। ছবি প্রকাশ করায় এবং মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করায় জঙ্গিদের খোঁজ পাওয়া যাবে বলে আশা করছেন নিরাপত্তারক্ষীরা। শনিবার সন্ধেবেলা পুঞ্চে বায়ুসেনার ২টি গাড়ি ঘিরে ধরে নির্বিচারে গুলি চালাতে থাকে জঙ্গিরা। এই হামলায় বায়ুসেনার কর্পোরাল ভিকি পাহাড়ে প্রাণ হারান। ৪ জন বায়ুসেনা কর্মী জখম হন। এই জঙ্গি হামলার পর থেকেই সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু করেন নিরাপত্তারক্ষীরা। জঙ্গিদের খোঁজে সশস্ত্র বুলেটপ্রুফ গাড়ি ও ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত পাকিস্তানি জঙ্গিদের খোঁজ পাওয়া যায়নি। এই কারণেই স্কেচ প্রকাশ করে পুরস্কার ঘোষণা করা হল।

পুঞ্চে উচ্চপদস্থ সেনাকর্তারা

শনিবারের হামলার পর রবিবার পুঞ্চে যান সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা। এ বিষয়ে জম্মুর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জানান, ‘১৬ কোরের কোর কমান্ডার ও জম্মু জোনের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল আনন্দ জৈন, জিওসি রোমিও ফোর্স, আইজিপি সিআরপিএফ এবং ডিআইজি আর পি রেঞ্জ পুঞ্চে জঙ্গি হামলার জায়গা পরিদর্শন করেন এবং তল্লাশি অভিযানের বিষয়ে তদারকি করেন। অনেক সন্দেহভাজন ব্যক্তিকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

 

 

বোনের বিয়ের পর কাজে ফিরে মৃত্যু পাহাড়ের

মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার ননিয়া কারবাল অঞ্চলের বাসিন্দা পাহাড়ে বোনের বিয়ে উপলক্ষে লম্বা ছুটি নিয়েছিলেন। ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার ১৫ দিন পরেই জঙ্গি হামলার শিকার হলেন তিনি। ২০১১ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দেন পাহাড়ে। তাঁর স্ত্রী রীনা ও ছেলে হার্দিক বর্তমান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জম্মু-কাশ্মীরে বড় জঙ্গি হামলা, বুলেটের শব্দে কেঁপে উঠল রাজৌরি, মৃত্যু কনস্টেবলের ভাইয়ের

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌ বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা, পাক সেনার হাতে মৃত্যু চার হামলাকারীর

চিনের অত্যাধুনিক অস্ত্র নিয়ে ভারতের ওপর হামলা পাক-জঙ্গিদের, পাকিস্তান সেনার অস্ত্র হাতে জইশ ও লস্কররা