- Home
- India News
- পিছিয়ে নেই কেন্দ্র! অ্যাকাউন্টে ঢুকবে ১২,০০০ টাকা, দুর্দান্ত প্রকল্প নিয়ে এল মোদী সরকার, দেখে নিন কারা পাবেন
পিছিয়ে নেই কেন্দ্র! অ্যাকাউন্টে ঢুকবে ১২,০০০ টাকা, দুর্দান্ত প্রকল্প নিয়ে এল মোদী সরকার, দেখে নিন কারা পাবেন
- FB
- TW
- Linkdin
রাজ্যবাসীর উপকারের কথা সব সময় চিন্তা করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে ক্ষমতায় আসার পর থেকে একাধিক প্রকল্প এনেছেন তিনি।
রাজ্যে শিশু থেকে বৃদ্ধ, প্রাপ্ত বয়স্ক সকলের জন্য বিশেষ প্রকল্প নিয়ে এসেছে মমতা সরকার। সকলকেই দিচ্ছের আর্থিক সাহায্য।
কন্যাশ্রী, রূপশ্রী, তরুণের প্রকল্প, যুবশ্রী থেকে শুরু করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা সহ আরও কত কী।
প্রতি মাসে দেশবাসীকে ১০০০ থেকে ১৫০০ টাকা করে দিয়ে থাকে মমতা সরকার। এবার মমতার দেখানো পথে হাঁটলেন মোদী।
দেশবাসীর জন্য বিশেষ প্রকল্প নিয়ে এল মোদী সরকার। এবার মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকবে ১২০০০ টাকা। এতদিন ৬ হাজার করে পেতেন কৃষকরা।
বছর শেষ দুর্দান্ত প্রকল্প নিয়ে এল মোদী সরকার। চমকে দিলেন দেশবাসীকে। এবার তিনি টাকা দেবেন দেশবাসীকে। তাও ১২হাজার টাকা।
পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় ১২০০০ টাকা করে দেওয়া হবে। এই টাকা ঢুকবে কিস্তিতে। আগে দেওয়া হত ৬ হাজার। এই টাকা ১২ হাজার করার দাবি উঠেছে।
দেশের কৃষকরা সাধারণ মানুষের মুখে অন্য তুলে দেন। তাদের পরিশ্রমের কারণে দুবেলা খেতে পাই আমরা সকলে। এবার সেই সকল মানুষদের কথা ভাবলেন মোদী।
কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করার জন্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছে সরকার। এই যোজনার মাধ্যমে কৃষকদের বার্ষিক ৬০০০ হাজার টাকা দেওয়া হয়। এবার তা বৃদ্ধির কথা উঠল।
কয়েকটি কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে।
এই যোজনা প্রসঙ্গে মোদী বলেন, ‘আমাদের সরকার কৃষকদের কল্যাণের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দায়িত্ব নেওয়ার পরে সই করা প্রথম ফাইলটি হল কৃষি কল্যাণের সঙ্গে সম্পর্কিত।’
তিনি আরও বলেন, …আমরা এবার কৃষক এবং কৃষি জমি নিয়ে আরও বেশি কাজ করতে চাই।
এই স্কিম পেতে গেলে কয়টি শর্ত মেনে চলতে হবে। সুবিধা পেতে গেলে যেই কৃষক চাষ করছেন তার নামেই জমি থাকতে হবে।
এই সুবিধা একই পরিবারের একজনই নিতে পারবেন। কৃষক করদাতা হলেও তিনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।
এভাবে কৃষকদের আর্থিক সাহায্য দিচ্ছে মোদী সরকার। এবার দেখার তা ৬০০০ টাকার বদল ১২ হাজার হয় কি না।