Narendra Modi in Mauritius: মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ সম্মান 'The Grand Commander of the Order of the Star and Key of the Indian Ocean' দেওয়ার কথা ঘোষণা করেছেন।
Narendra Modi Mauritius Visit: মরিশাস (Mauritius) সফরে গিয়ে বিশেষ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম (Navinchandra Ramgoolam) প্রধানমন্ত্রী মোদীকে তাঁদের দেশের সর্বোচ্চ সম্মান 'The Grand Commander of the Order of the Star and Key of the Indian Ocean' দেওয়ার ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী মোদী এই সম্মাননা পাওয়া প্রথম ভারতীয় নাগরিক। এটি কোনও বিদেশি রাষ্ট্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া ২১-তম আন্তর্জাতিক পুরস্কার। তাঁকে এই সম্মান দেওয়ার কথা ঘোষণা করে মরিশাসের প্রধানমন্ত্রী রামগুলাম বলেন, 'The Grand Commander of the Order of the Star and Key of the Indian Ocean আপনার জন্য যথার্থ, প্রধানমন্ত্রী।' তিনি আরও বলেন, 'আমরা প্রজাতন্ত্র হওয়ার পর মাত্র পাঁচজন বিদেশি এই খেতাব পেয়েছেন। যার মধ্যে আছেন ‘আফ্রিকার গান্ধী’ নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela)। যিনি ১৯৯৮ সালে সম্মানিত হয়েছিলেন।'
ভারতীয় বংশোদ্ভূতদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
মরিশাসে ভারতীয় বংশোদ্ভূতদের জন্য আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সে দেশের সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ভারত ও মরিশাসের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী রামগুলাম উপস্থিত ছিলেন। মরিশাসের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী মোদী ভারত ও মরিশাসের মধ্যে গভীর কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের ওপর জোর দেন। বিদেশমন্ত্রকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সফর দ্বীপরাষ্ট্রটির সঙ্গে ভারতের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে।
মরিশাসে ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর
এই সফরে প্রধানমন্ত্রী মোদী মরিশাসের রাষ্ট্রপতি ধরমবীর গোকুল ও ফার্স্ট লেডি বৃন্দা গোকুলকে ওসিআই (Overseas Citizen of India) কার্ড প্রদান করেন। এছাড়াও, তিনি তাঁদের একটি পিতল ও তামার পাত্রে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল এবং সুপারফুড মাখানা উপহার দেন। এছাড়া মরিশাসের ফার্স্ট লেডির জন্য ঐতিহ্যবাহী সাদেলি বাক্সে একটি চমৎকার বেনারসি শাড়ি উপহার দেন। প্রধানমন্ত্রী মোদী মরিশাসের স্টেট হাউসে আয়ুর্বেদ গার্ডেন পরিদর্শন করেন। যা ভারত সরকারের সহযোগিতায় তৈরি হয়েছে। রাষ্ট্রপতি ধরমবীর গোকুলের সঙ্গে প্রধানমন্ত্রী বাগানটি ঘুরে দেখেন। যা ঐতিহ্যবাহী সুস্থতা ও ভেষজ চিকিৎসায় ভারতের অবদানকে তুলে ধরে। মরিশাসের রাষ্ট্রপতির দেওয়া এক বিশেষ মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী মোদী উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মরিশাসের সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


