Operation Sindoor: ভারত-পাকিস্তান সংঘর্ষের (India-Pakistan Conflict) পর কয়েক মাস কেটে গিয়েছে। তবে এ বিষয়ে এখনও বিতর্ক থামছে না। মঙ্গলবার সংসদে (Parliament) অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

DID YOU
KNOW
?
২২ এপ্রিল জঙ্গি হামলা
২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা হিসেবে ২২ মিনিটের অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা।

Prime Minister Narendra Modi: সংসদে (Parliament) 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) নিয়ে বিতর্কে যোগ দিয়ে একইসঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং পাকিস্তানকে (Pakistan) বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি জানিয়েছেন, 'যুদ্ধ বন্ধ করার জন্য কাকুতি-মিনতি করছিল পাকিস্তান। ওরা বলছিল, অনেক মেরেছো। আমাদের আর বেশি মার সহ্য করার শক্তি নেই।' মঙ্গলবার সন্ধেবেলা প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য পেশ করার আগে সরব হন রাহুল। তিনি কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন। বিরোধী দলনেতা দাবি করেন, 'অপারেশন সিঁদুরের সময় সশস্ত্রবাহিনীকে স্বাধীনতা দেওয়া হয়নি। কৌশলও ঠিক ছিল না।' এই আক্রমণের জবাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের অভিযান শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমাদের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীকে (Pakistan military) জানিয়ে দেয়, আমরা এই জায়গাগুলিকে নিশানা করেছি এবং আমাদের লক্ষ্য সফল হয়েছে। পাকিস্তানি সেনা কী ভাবছে, সেটা জানতে চেয়েছিলাম আমরা। আমাদের লক্ষ্য ১০০ শতাংশ সফল হয়েছে। পাকিস্তান যদি মস্তিষ্ক ব্যবহার করত, তাহলে ওরা সন্ত্রাসবাদীদের সঙ্গে থাকত না। কিন্তু নির্লজ্জভাবে ওরা সন্ত্রাসবাদীদের সঙ্গে থেকেছে। আমরা তৈরি ছিলাম এবং অপেক্ষা করছিলাম।'

রাহুলের দাবি খারিজ মোদীর

সেনাবাহিনীকে স্বাধীনতা দেওয়া হয়নি বলে যে দাবি করেন বিরোধী দলনেতা, তা খারিজ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর পাকিস্তানি বাহিনী ভারতের কাছ থেকে বড় জবাব আন্দাজ করেছিল। ওরা আমাদের পরমাণু হামলার হুমকি দিচ্ছিল। ৬ মে রাতে আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই অভিযান চালাই। পাকিস্তানের পক্ষে কিছু করা সম্ভব হয়নি। ২২ মিনিটের মধ্যে আমরা ২২ এপ্রিলের হামলার প্রতিশোধ নিই।’

কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর

কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারত সারা বিশ্বের সমর্থন পেয়েছে। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে কংগ্রেস আমাদের সেনা জওয়ানদের বীরত্বকে সমর্থন করেনি। পহেলগাঁও হামলায় নিরীহ মানুষের মৃত্যুতে রাজনীতি খুঁজছিল কংগ্রেস।’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।