Pahalgam Terror Attack: মঙ্গলবার দুপুর থেকেই সংবাদ শিরোনামে কাশ্মীরের পাইন বন ঘেরা পহেলগাম (Pahalgam)। পর্যটকদের কাছে মিনি সুইজারল্যান্ড হিসেবে জনপ্রিয় অন্ততনাগ জেলার এই পহেলগামের আকাশে বাতাসে এখন খালি ভারী বুটের শব্দ। বিস্তারিত জানুন…
Pahalgam Terror Attack: মঙ্গলবার দুপুর থেকেই সংবাদ শিরোনামে কাশ্মীরের পাইন বন ঘেরা পহেলগাম (Pahalgam)। পর্যটকদের কাছে মিনি সুইজারল্যান্ড হিসেবে জনপ্রিয় অন্ততনাগ জেলার এই পহেলগামের আকাশে বাতাসে এখন খালি ভারী বুটের শব্দ। এখনও কান পাতলে ভেসে আসছে নিরীহ পর্যটকদের মৃত্যু যন্ত্রণার গোঙানির আওয়াজ! কাশ্মীরে জঙ্গি হামলায় হত ২৬ জন পর্যটক। নিহতেরা সকলেই দেশ ও বিদেশের নাগরিক ছিলেন।
একদিকে মৃত্যু যন্ত্রণা। চোখের সামনে জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হয়ে মরতে দেখতে হল প্রিয়জনকে। অন্যদিকে একসঙ্গে এতমানুষের প্রাণ নেওয়ায় ভাইরাল আনন্দ উল্লাসের ভিডিয়ো। হ্যাঁ ঠিকই পড়েছেন। নিরপরাধ পর্যটকদের মৃত্যু যন্ত্রণা দেখে আনন্দে উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছে ঝাড়খণ্ডের এক মৌলবীকে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় উৎসব পালনের ডাকও দিয়েছেন ওই মুসলিম মৌলবী।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটি ভাইরাল হয়েছে সেটি ঝাড়খণ্ডের এক মৌলবীর। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম- মহম্মদ নৌশাদ (৩৫)। কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় খুশি হয়ে ওই ব্যক্তিএক্স হ্যান্ডেলে লেখেন, ''ধন্যবাদ পাকিস্তান, ধন্যবাদ লস্কর ই তইবা। আল্লাহ তোমাদের সর্বদা আনন্দে রাখুন। আমিন, আমিন। তবে আমি আরও খুশি হতাম যদি আরএসএস, বিজেপি, বজরং দল ও সংবাদমাধ্যমকে আক্রমণ করা হত।''
পোস্টের সঙ্গে হাসির ইমোজি ব্যবহার করে নিজের আনন্দ প্রকাশ করেন অভিযুক্ত। যা প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয় সব মহল। ঝাড়খণ্ড পুলিশকে ট্যাগ করে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানান নেটনাগরিকরা। তারপরই পদক্ষেপ গ্রহন করে পুলিশ। অভিযুক্তকে ঝাড়খণ্ডের বোকারোর মখদুমপুর থেকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃত নৌসাদ কোরানের উপর মাদ্রাসা থেকে ডিগ্রি অর্জন করেছেন। তার এক ভাই থাকে দুবাই থেকে। সেখানকার সিম ব্যবহার করে ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইন্সটাগ্রামে সব জায়গায় 'উৎসব পালন করুন' লিখে পোস্ট করেন অভিযুক্ত।
প্রসঙ্গত, ধারা ৩৭০ বাতিলের পর থেকে এটিই সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় এক নৃশংস হামলায় অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ নিহতদের নাম প্রকাশ করেছে, যাদের মধ্যে রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের পর্যটক, একজন নেপালি নাগরিক এবং পহেলগামের একজন স্থানীয় বাসিন্দা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


