- Home
- India News
- বাস্তু খারাপ থাকায় বদলে যাচ্ছে রাহুল গান্ধীর ঠিকানা, রইল বিরোধী দলনেতার নতুন বাংলোর বিশেষত্ব
বাস্তু খারাপ থাকায় বদলে যাচ্ছে রাহুল গান্ধীর ঠিকানা, রইল বিরোধী দলনেতার নতুন বাংলোর বিশেষত্ব
- FB
- TW
- Linkdin
রাহুল গান্ধী
লোকসভার বিরোধী দলনেতা। এক দিন তাঁর ঠিকানা ছিল ১২ নম্বর তুঘলক রোডের বাংলা। এবার তাঁর নতুন ঠিকানা হচ্ছে।
নতুন বাংলা রাহুলের
এবার রাহুল গান্ধীর জন্য বরাদ্দ হল পাঁচ নম্বর সুনহারি বাগ রোডের বাংলো। তেমনই প্রস্তাব দিয়েছে লোকসভার হাউস কমিটি।
প্রিয়াঙ্কা গান্ধীর পরিদর্শন
ইতিমধ্যেই রাহুল গান্ধীর জন্য নতুন বাংলো পরিদর্শন করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। ঘনিষ্ট সূত্রে তিনি বলেছেন, বাংলো পছন্দ হবে রাহুলের।
প্রথম প্রস্তাব
রাহুলকে প্রথমে ১২ নম্বর তুঘলক লেনের বাংলো দেওয়ার প্রস্তাব দিয়েছিল লোকসভার হাউস কমিটি। কিন্তু সেই বাড়ির বাস্তু ঠিক নয় বলে রাহুল গান্ধী সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর।
রাহুল এখন থাকেন
বর্তমানে রাহুল গান্ধী তাঁর মা সোনিয়া গান্ধীর সঙ্গে ১০ নম্বর জনপথ রোডের বাংলোতে থাকেন। এটি আবার ২৪ আকবর রোডের কংগ্রেসের অফিসের সঙ্গে যুক্ত।
সাংসদ পদ খোওয়ানো
মোদী পদবী নিয়ে মামলা মকদ্দমার জেরে রাহুল গান্ধীকে তাঁর ১২ নম্বর তুঘলক রোডের বাংলোটি ছাড়তে হয়। এই বাংলোতে তিনি টানা ১২ বছর ছিলেন। সাংসদ পদ খোওয়ানোর পরে তিনি তাঁর মায়ের সঙ্গেই থাকতে শুরু করেন।
হাউস কমিটির প্রস্তাব
এবার আবার আবারও হাউস কমিটি রাহুলকে ১২ নম্বর তুঘলক রোডের বাংলোটি দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু রাহুল তা বাতিল করে দেন। তারপরই তাঁকে ৫ নম্বর সুনহারি বাগ রোডের বাংলো দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
টাইপ ৮ বাংলো
বর্তমানে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা। সেই কারণে নিয়ম অনুযায়ী তিনি একজন ক্যাবিনেটমন্ত্রীর সমকক্ষ। কেবিনেট মন্ত্র্রীর মতই সুযোগ সুবিধে পাবেন। তাই তাঁর জন্য বরাদ্দ টাইপ ৪ বাংলো। সূত্রের খবর তিন-চারটি বাংলোর প্রস্তাব তাঁকে দেওয়া হয়েছিল।
রাহুলের উত্তারাধিকার
নতুন বাংলোতে আগে থাকতেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী এ নারায়ণস্বামী। ২০২১-২৪ পর্যন্ত সামাজিক ন্যায় বিচার প্রতিমন্ত্রী ছিলেন। এবার নির্বাচনে হেরে যাওয়া বিদায় নিতে হয়।
লুটিয়েন্স বাংলো জোনে
রাহুল গান্ধীর নতুন বাংলো লুটিয়েন্স বাংলো জোনে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মূলত কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, আমলারা থাকেন। বাংলোগুলি সরকারি মালিকানাধীন। যদিও এরা নামমাত্র ভাড়ায় তা পেয়ে থাকেন। টাইম ৮ এর বাংলোগুলির একএকটি ৩৭০০-৫৬০০ বর্গফুট এলাকা নিয়ে তৈরি হয়েছে। সরকার ভাড়া নেয় ৪৬১০ টাকা। আসল বাজারদর কিন্তু ১৮-২৫ লক্ষ টাকা মাসিক।