- Home
- India News
- India Railway: অবসরপ্রাপ্তরা পাবেন চাকরির সুযোগ, কর্মীদের জন্য বিরাট সিদ্ধান্ত ভারতীয় রেলের
India Railway: অবসরপ্রাপ্তরা পাবেন চাকরির সুযোগ, কর্মীদের জন্য বিরাট সিদ্ধান্ত ভারতীয় রেলের
India Railway: ভারতীয় রেল অবসরপ্রাপ্ত কর্মীদের পুনঃনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। অবসরকালীন পদের তিন স্তরের নীচের পদে আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্তরা। যে বেতন পেয়ে অবসর পেয়েছেন, পুনঃনিয়োগের পর দেওয়া হবে সেই বেতনই।

রেল কর্মীদের জন্য দারুণ খবর। বিশেষ করে সুখবর এল অবসরপ্রাপ্তদের জন্য। সকল রেল কর্মীদের কথা মাথায় রেখে বিরাট সিদ্ধান্ত নিল রেল।
এবার থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের পুনরায় নিয়োগ করবে রেল। যে বেতন পেয়ে অবসর পেয়েছেন, পুনঃনিয়োগের পর দেওয়া হবে সেই বেতনই।
সদ্য নতুন নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল। যেখানে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মীদের বেতন স্তর ১ থেকে বেতন স্তর ৯ পর্যন্ত শূন্য পদে পুনঃনিয়োগ করা হবে।
এখন যে কোনও অবসরপ্রাপ্ত কর্মচারী তার অবসরকালীন পদের তিন স্তরের নীচের পদেও আবার কাজ করার জন্য আবেদন করতে পারবেন।
যদি কোনও কর্মী বেতন স্তর ৬ থেকে অবসর গ্রহণ করেন, তাহলে তাকে স্তর-৬, স্তর -৫, স্তর- ৪ এবং স্তর- ৩ পর্যন্ত পদের জন্য নিয়োগ করা যেতে পারে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা একই স্তর থেকে অবসর নিয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যে স্তর পদটি খালি আছে সেই স্তর থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তি প্রথম সুযোগ পাবেন।
সব মিলিয়ে খুশির খবর রেল কর্মীদের মধ্যে। এবার অবসরের পরও কর্মীদের রেলে নিয়োগের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
তবে, এই নিয়োগের ক্ষেত্রে রয়েছে আরও কিছু শর্ত। জানানো হয়েছে, নিয়োগ কেবল তখনই হবে যখন প্রকৃত প্রয়োজন হবে।
পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও বিবেচনার পরই অবসরপ্রাপ্ত কর্মীদের ফিরিয়ে নেওয়া হবে।
এই নতুন নিয়ম জারির তারিখ থেকে কার্যকর হবে। রেলওয়ে বোর্ডের অনুমোদন ও অর্থ বিভাগের সম্মতিতে এই আদেশ জারি হয়েছে।

