সংক্ষিপ্ত

বউ হারিয়ে এখন ৬ মাসের কন্যা সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন পবন। নিজের বাবার বিরুদ্ধে বউ-চুরির অভিযোগ জানাতে গেছেন থানায়। 

একই বাড়িতে বাস করে পরিবারের মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো বিতর্কিত তো বটেই, তার সঙ্গে যদি জুড়ে থাকে বয়সের বিশাল ফারাক, তাহলে তা নিয়ে ভারতে কেচ্ছার অন্ত থাকে না। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে রাজস্থানে। সেখানকার বুঁদি গ্রামে নিজের পুত্রবধূর প্রেমে পড়েছেন এক শ্বশুরমশাই। একই বাড়িতে থেকে প্রেম হয়তো জমছিল না এই যুগলের। তাই শেষমেশ পুত্রবধূকে সঙ্গে নিয়েই বাড়ি থেকে পিঠটান দিলেন ওই বৃদ্ধ।

বাবা এবং বউয়ের পালিয়ে যাওয়ার পর বিপাকে পড়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধের ছেলে। প্রতারিত যুবকের অভিযোগ, তাঁর স্ত্রীয়ের মোটেই কোনও দোষ নেই। সব দোষ তাঁর বাবার। তাঁর বাবাই তাঁর বউকে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছেন। তবে, শুধু বউ-হারা হয়েই তাঁর দুর্ভাগ্য থেমে থাকেনি। অভিযোগ, বউমাকে যে বাইকে বসিয়ে নিয়ে পালিয়েছেন শ্বশুর, সেই বাইকটি তাঁর নিজের ছেলেরই। অর্থাৎ, বউ-এর সাথে সাথে বাইকটিও খোয়া গেছে নিরপরাধ যুবকের। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুঁদি গ্রামের সিলোর এলাকায়।

এই সিলোরেরই দীর্ঘ দিনের বাসিন্দা পবন বৈরাগী নামের ওই যুবক। পারিবারিক কেচ্ছার মধ্যে জড়িয়ে পড়ে তিনি এখন মহা বিপদে। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর বাবা রমেশ বৈরাগী তাঁর স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন। তাঁর বাইকটিও চলে গিয়েছে বাবার কবজায়। এই অভিযোগটিকে পুলিশ মোটেই গুরুত্ব দিচ্ছে না বলে আক্ষেপ করছেন হতাশ পবন বৈরাগী।

তবে, শুধু একা পবন নন। তাঁদের দুজনের রয়েছে একটি ৬ মাসের কন্যা সন্তানও। নবজাতককে নিজের বাড়িতে ফেলে রেখেই শ্বশুরমশাইয়ের সাথে পাততাড়ি গুটিয়েছেন ওই গৃহবধূ। তাঁর বাবা রমেশ বৈরাগী আরও বহু বেআইনি কাজের সঙ্গে জড়িত আছেন বলে অভিযোগ তুলেছেন পবন বৈরাগী। তবে নিজের স্ত্রীকে এতটুকুও দোষারোপ করছেন না পবন। কাজের সূত্রে বছরের বেশির ভাগ সময়েই তাঁকে বাড়ির বাইরে থাকতে হয়। সেই সুযোগটি নিয়েই তাঁর বাবা তাঁর স্ত্রীয়ের সঙ্গে প্রতারণা করেছেন বলে দাবি তাঁর।

তবে, তাঁর অভিযোগকে অবহেলা করার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় পুলিশ। তাঁদের দাবি, পলাতক শ্বশুর-বউমা যুগলের সন্ধানে চারিদিকে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু এখনও ওই প্রেমিক-জুটি এবং পবনের বাইকটির কোনও সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন-

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে KYC তথ্য যোগ করতে গিয়েই ঘটল বিপদ, লিঙ্কে ক্লিক করতেই গায়েব হয়ে গেল লক্ষ লক্ষ টাকা
পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের জরুরি চিঠি, আবাস যোজনার দুর্নীতিতে ব্যবস্থা না নিলে বিপাকে পড়বে রাজ্য

দীর্ঘদিন ধরে ‘শারীরিক অসুস্থতা’ বলে অবশেষে ইন্টারনেটে ভিডিয়ো থেকে শিখে সন্তান প্রসব করল মহারাষ্ট্রের কিশোরী, তারপরেই সদ্যোজাতকে খুন