বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন “জয় সিয়াওয়ার রামচন্দ্র কি জয়! সকলকে নমস্কার, সকলকে রাম-রাম! আজ আমাদের রাম এসেছেন। শত শত অপেক্ষার পর আমাদের রাম এসেছেন। বহু শতাব্দীর অভূতপূর্ব ধৈর্য, অগণিত ত্যাগ ও তপস্যার পর আমাদের ভগবান রাম এসেছেন। এই শুভ উপলক্ষে আপনাকে এবং সমস্ত দেশবাসীকে অভিনন্দন। আমি ঐশ্বরিক চেতনার সাক্ষী হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক কিছু বলার আছে, কিন্তু গলা আটকে আছে, শরীর কাঁপছে। আমাদের রামলালা আর তাঁবুতে থাকবেন না। আমাদের রামলালা এখন দিব্য মন্দিরে থাকবেন। আমার দৃঢ় বিশ্বাস এবং অগাধ বিশ্বাস আছে যে যা ঘটেছে তা অবশ্যই দেশ ও বিশ্বের প্রতিটি কোণে রাম ভক্তরা অনুভব করবেন। এই মুহূর্ত অতিপ্রাকৃত। এই মুহূর্তটি সবচেয়ে পবিত্র। এই পরিবেশ, এই মুহূর্ত, আমাদের সকলের উপর ভগবান শ্রী রামের আশীর্বাদ।”
- Home
- India News
- Ayodhya Ram Temple: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব শেষ, উপবাস ভঙ্গ করে বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী
| Published : Jan 22 2024, 07:30 AM IST / Updated: Jan 22 2024, 02:23 PM IST
Ayodhya Ram Temple: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব শেষ, উপবাস ভঙ্গ করে বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী
শেষ হল অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান । প্রাণ প্রতিষ্ঠা উৎসবের প্রসাদ ও চরণামৃত পান করে ১১ দিনের উপবাস ভঙ্গ করলেন নরেন্দ্র মোদী। তাঁর উপবাস ভঙ্গ করান রাম মন্দিরের পুরোহিত। এরপরে বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন গোটা দেশ এখন রামময়। এ এক ঐতিহাসিক মুহুর্ত।
- FB
- TW
- Linkdin
রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শেষ হল। ১১দিনের উপবাস ভঙ্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের পুরোহিতের হাতে চরণামৃত পান করেন মোদী।
বিস্তারিত পড়ুন-
পদ্ম হাতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পুজোয় বসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! তাঁর সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত ।
সোনু নিগমের অপূর্ব সুরে মুখরিত হয়ে উঠল নবনির্মিত রাম মন্দির।
রাম মন্দিরে সুরের সমারোহ। দেখুন ভিডিও।
বিস্তারিত পড়ুন-
৫৬ ভোগ মানে যা খাবার সুস্বাদু এবং ভগবানের কাছেও প্রিয়। এর মধ্যে রয়েছে মিষ্টি থেকে টক এবং নোনতা সবকিছু। এগুলো মূলত ছয়টি রসের কথা বলে। সেই রস ব্যবহার করে খাবার তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে তেতো, কষাকষি, অম্লীয়, তীক্ষ্ণ, মিষ্টি এবং নোনতা। এই সব ঈশ্বরের দেওয়া হয়. একইভাবে, ভগবান শ্রী রামকে ৫৬টি খাবার নিবেদন করা হবে।
মাত্র ৮৪ সেকেন্ডের ‘অভিজিৎ মুহূর্ত’। পড়ুন বিস্তারিত-
অযোধ্যায় রাম মন্দির 'প্রাণ প্রতিস্থা' অনুষ্ঠানের আগে ধ্বজা উড়িয়ে গাড়ির মিছিল করল বিশ্ব হিন্দু পরিষদ (VHP) । দেখুন ভিডিও।
পড়ুন বিস্তারিত-
বিস্তারিত পড়ুন-
টাইমস স্কোয়ারে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উদযাপন।