RAW Chief of India: গুরুদায়িত্ব পেলেন তিনি। ‘র’-এর দায়িত্বে এলেন আইপিএস পরাগ জৈন। ভারতীয় গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র)-এর নতুন প্রধান হিসেবে আসছেন পরাগ জৈন। 

RAW Chief of India: ‘অপারেশন সিঁদুর’-এ তিনিই চিনিয়ে দিয়েছিলেন পাক জঙ্গিঘাঁটি। এবার সেই আইপিএস পরাগ জৈন ভারতের প্রতিরক্ষা বিষয়ক অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং তথা ‘র’-এর প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। 

ভারতীয় গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র)-এর নতুন প্রধান হিসেবে আসছেন পরাগ জৈন। তিনি রবি সিংহের স্থলাভিষিক্ত হবেন বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি শনিবার, ১৯৮৯ ব্যাচের এই আইপিএস অফিসারকে পরবর্তী ‘র’ প্রধান হিসেবে মনোনীত করেছে।

কে এই পরাগ জৈন?

পাঞ্জাব ক্যাডারের আইপিএস পরাগ জৈন, হোশিয়ারপুরস মানসা জেলা পুলিশে কর্মরত থাকাকালীন দক্ষতার সঙ্গে খলিস্তানপন্থী সন্ত্রাসবাদীদের মোকাবিলা করেছিলেন। এমনকি, তিনি লুধিয়ানার ডিআইজি থাকাকালীন পাকিস্তান থেকে মাদকের চোরাচালান আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। 

বর্তমানে ‘র’-এর ড্রোন এবং আকাশপথে নজরদারির শাখা ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর দায়িত্বপ্রাপ্ত পরাগ পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ বাস্তবায়ন করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

প্রসঙ্গত, ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবের ৯টি জঙ্গিঘাঁটিতে অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা ও বায়ুসেনা। সবথেকে বড় বিষয়, ‘র’-এর অন্দরে ‘পাকিস্তান বিশেষজ্ঞ’ হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে পরাগের। অতীতে জম্মু-কাশ্মীরের সন্ত্রাস দমন অভিযানেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এই দাপুটে অফিসারের। 

কবে থেকে দায়িত্ব নেবেন তিনি?

এদিকে গত ২০১৯ সালে, পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার ‘অপারেশন বালাকোট’-এর সময়, কাশ্মীর উপত্যকাতেই ছিলেন তিনি। আবার গত ২০২৩ সালের জুন মাসে, সমন্ত গোয়েলের হাত থেকে ‘র’-এর দায়িত্ব নেন ১৯৮৮ ব্যাচের আইপিএস রবি। কিন্তু আগামী ৩০ জুন তিনি আবার সেই দায়িত্ব হস্তান্তর করবেন পরাগকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।